Waqf Act Protest : জঙ্গিপুর, আমতলার পর ভাঙড়ে আক্রান্ত পুলিশ, অবরুদ্ধ ঘটকপুকুর | ABP Ananda Live
ABP Ananda Live: জঙ্গিপুর, আমতলার পর ভাঙড়ে আক্রান্ত পুলিশ। অবরুদ্ধ ঘটকপুকুর। তৃণমূলের হাত দেখছেন নৌশাদ। আরেকটা মুর্শিদাবাদ করতে চাইছে, পাল্টা সওকত।
ভাঙড়ে পুলিশের ৫টি বাইকে আগুন, প্রিজন ভ্যান ভাঙচুর করে রাস্তায় উল্টে দিল দুষ্কৃতীরা !
ওয়াকফ আঁচে মুর্শিদাবাদের পর এবার অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ও। ভাঙড়ের শোনপুরে পুলিশের ৫টি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হল। প্রথমে ইট দিয়ে ভাঙচুর করা হয়, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকগুলিতে। কলকাতা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। রাস্তার উপর জ্বলছে পুলিশের ৫টি বাইক। কলকাতা পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে দুষ্কৃতীরা। রাস্তায় উল্টে পড়ে আছে পুলিশের প্রিজন ভ্যান। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলে জানা গেছে। উত্তর কাশীপুর থানার অন্তর্গত ভাঙড়ে শোনপুরে গাড়ি-বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এত পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হল বা গাড়িতে ভাঙচুর করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে, তাও কীভাবে এই ঘটনা ঘটাল দুষ্কৃতীরা ? এনিয়ে প্রশ্ন উঠছে।

















