Fake Injection : চুরির ইঞ্জেকশন ঘুরপথে কালোবাজারি ? আপনার ইনসুলিন জাল নয় তো ?
ABP Ananda LIVE: পথে বিপুল পরিমাণ জীবনদায়ী ইন্জেকশন চুরি! মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে গায়েব ইনসুলিন, ওবেসিটি নিয়ন্ত্রণে রাখার ইনজেকশন! গায়েব হার্ট অ্যাটাক, স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনও! চুরি যাওয়া প্রায় সাড়ে ৩ হাজার ইনজেকশন ঘুরপথে বাজারে এলে রোগীদের ক্ষতির আশঙ্কা করছেন চিকিৎসকরা। ঘটনার কথা জানিয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করেছে কেন্দ্রের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ্ সার্ভিসেস। সেইমতো রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ডেনমার্কের সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নাগপুর পুলিশ।
সল্টলেকের পর বেহালা, পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠল গাড়ি
শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, সল্টলেকের পর এবার বেহালা। পর্ণশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ওঠে পড়ল গাড়ি। বেপরোয়া গতিতে ফুটপাথে উঠে দোকানে ধাক্কা গাড়ির। পর্ণশ্রী থানার কাছেই বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। গাড়ির চালক-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। মোবাইল দেখতে দেখতে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, দাবি স্থানীয়দের। স্থানীয় এক ব্যক্তির কথায় ভেঙেচুরে বিচ্ছিরি অবস্থায় পড়েছিল গাড়িটি। ক্যামেরাতেও দেখা গিয়েছে বেপরোয়া ভাবে এসে ফুটপাতে উঠে যায় গাড়িটি। চালক মোবাইল দেখতে গিয়ে অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। অনুমান গাড়ির স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ ছিল না চালকের। তবে এই পথ দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এ হেন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা একদিকে যেমন আতঙ্কিত, তেমনই ক্ষুব্ধ।


















