Medicine Theft: মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে বিপুল পরিমাণ জীবনদায়ী ইনজেকশন চুরি !
ABP Ananda LIVE: পথে বিপুল পরিমাণ জীবনদায়ী ইনজেকশন চুরি! মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে গায়েব ইনসুলিন, ওবেসিটি নিয়ন্ত্রণে রাখার ইনজেকশন! গায়েব হার্ট অ্যাটাক, স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনও! চুরি যাওয়া প্রায় সাড়ে ৩ হাজার ইনজেকশন ঘুরপথে বাজারে এলে রোগীদের ক্ষতির আশঙ্কা করছেন চিকিৎসকরা। ঘটনার কথা জানিয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করেছে কেন্দ্রের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ্ সার্ভিসেস। সেইমতো রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ডেনমার্কের সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নাগপুর পুলিশ।
নিউ গড়িয়ার অভিজাত আবাসনের মর্মান্তিক ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা ।বৃদ্ধা খুনের সন্দেহে গ্রেফতার সেন্টার থেকে সদ্য কাজে যোগ দেওয়া আয়া। আয়া আশালতা সর্দার ও তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। লুঠের উদ্দেশ্যেই এই খুন বলে ধারণা পুলিশের। একাকী থাকা অথর্ব দম্পতিকে টার্গেট করে হানা, ধারণা পুলিশের।লুঠের আগে বাড়ির বিদ্যুৎসযোগ বিচ্ছিন্ন করা হয়। কেটে দেওয়া হয়েছিল সিসিটিভি ক্যামেরার তার।হাত-পা-মুখ বেঁধে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা খুন।খুনের পর বৃদ্ধার পরে থাকা সোনার গয়না লুঠ করে পালায় অভিযুক্তরা।খুনের সঙ্গে এই ২ জন ছাড়া আর কেউ জড়িত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।




















