Sandeshkhali: হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির জেলমুক্তি
ABP Ananda LIVE: কলকাতা হাইকোর্টের(Calcutta High court) নির্দেশে অবশেষে শনিবার দুপুরে জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালির (sandehskhali)বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি। জেল থেকে বেরিয়েই মমতা বন্দ্য়োপাধ্যায় (mamata banerjee)ও তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন মাম্পি। বললেন, এর শেষ দেখে ছাড়ব।'ওরা টাকা নিয়ে আমাকে আপোষ করতে বলেছিল', বিজেপি নেত্রী মাম্পি দাসের নিশানায় সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও সৈকত দাস। হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি। দমদম জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না, জেল থেকে বেরিয়ে আক্রমণ মাম্পি দাসের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সন্দেশখালির মাম্পি দাসের। 'সন্দেশখালির অভিযোগ ভুয়ো নয়, আন্দোলনে কোনও রাজনীতি ছিল না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে। সন্দেশখালিতে নারী নির্যাতন হয়েছে, অভিযোগ মিথ্যা নয়।' গ্রেফতারির ৪ দিন পর জেল থেকে ছাড়া পেয়ে বললেন মাম্পি দাস। এদিকে সন্দেশখালিতে সিবিআই ক্যাম্পে অভিযোগের পাহাড়। হুমকি দিচ্ছে তৃণমূল, কোনও পদক্ষেপ করছে না পুলিশ। দ্বিতীয় দিনেও একের পর এক অভিযোগ সন্দেশখালির মহিলাদের।