Loksabha Election 2024: আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্রকোণায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের | ABP Ananda LIVE
আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্রকোণায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। পুলিশের সামনেই বুথের বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি কংগ্রেস প্রার্থীর। উলুবেড়িয়ার কংগ্রেস প্রার্থী আজহার মল্লিকের সঙ্গে হাতাহাতি। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, বুথ থেকে বার করে দেওয়া হচ্ছে তাঁর এজেন্টকে। বুথে গেলে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কংগ্রেস প্রার্থীর সঙ্গে হাতাহাতি বেধে যায়। নিজেকে বাঁচাতে বুথের মধ্যে আশ্রয় নেন কংগ্রেস প্রার্থী।
আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্রকোণায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। লাঠিচার্জ করল বাহিনী। চন্দ্রকোণার পিয়ারডাঙা ১১৯ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, বিজেপিকে ভোট দিতে বলছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর পাল্টা দাবি, একই ব্যক্তি ২ বার ভোট দেন। নথি যাচাই করে ধরা পড়ে ভুয়ো ভোটার। এরপরই উত্তেজনা ছড়ায়।