এক্সপ্লোর
Advertisement
‘গুলাবো সিতাবো’-য় কেয়া লেকে আয়ো জগমে’ গানটি শুনেছেন? তাহলে এই ভদ্রলোককে চিনে রাখুন
সুজিত সরকার পরিচালিত অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ দেখে মুগ্ধ প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। ট্যুইটারে প্রসেনজিত্ জানান, বহুস্তরীয় ছবিটি বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানার পাশাপাশি চিত্রনাট্যকার জুহি চতুর্বেদীর প্রশংসা করেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। আমাজন প্রাইম ভিডিওয় দেখা যাচ্ছে ছবিটি।
শান্তনু মৈত্রর সুরে ‘গুলাবো সিতাবো’-র ‘কেয়া লেকে আয়ো জগমে’ গানটি গেয়েছেন বিনোদ দুবে। মুম্বইয়ের বাসিন্দা বিনোদ দুবে শিক্ষকতার পাশাপাশি কবিতা-চর্চাও করেন। গান লিখতে এবং গাইতেও ভালবাসেন। সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’-য় তাঁর গাওয়া গানটি ব্যবহার করা হবে, তা না জানিয়েই বিনোদ দুবের গান রেকর্ড করেছিলেন শান্তনু মৈত্র। ক্যাপশনে একথা জানিয়ে ইনস্টাগ্রামে এই ভিডিওটি আপলোড করেছেন শান্তনু মৈত্র।
শান্তনু মৈত্রর সুরে ‘গুলাবো সিতাবো’-র ‘কেয়া লেকে আয়ো জগমে’ গানটি গেয়েছেন বিনোদ দুবে। মুম্বইয়ের বাসিন্দা বিনোদ দুবে শিক্ষকতার পাশাপাশি কবিতা-চর্চাও করেন। গান লিখতে এবং গাইতেও ভালবাসেন। সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’-য় তাঁর গাওয়া গানটি ব্যবহার করা হবে, তা না জানিয়েই বিনোদ দুবের গান রেকর্ড করেছিলেন শান্তনু মৈত্র। ক্যাপশনে একথা জানিয়ে ইনস্টাগ্রামে এই ভিডিওটি আপলোড করেছেন শান্তনু মৈত্র।
হলি বলি টলি
মঙ্গলবারও টলিপাড়ায় চলছে না শ্যুটিং, মধ্য়স্থতার জন্য় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দাবি
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement