এক্সপ্লোর
Covishield Vaccine Price: সরকারিতে ৪০০, বেসরকারিতে ৬০০ টাকা, কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ঘোষণা সিরামের
সিরাম ইনস্টিটিউটের (Serum Institute) তরফে কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিনের দাম ঘোষণা করা হল। বিজ্ঞপ্তি জারি করে দাম ঘোষণা করা হয়েছে। রাজ্যে সরকারি হাসপাতালে কোভিশিল্ডের প্রতিটি ডোজের দাম হবে ৪০০ টাকা। ১৮-ঊর্ধ্বদের জন্য এই দাম ধার্য করা হয়েছে। অন্যদিকে বেসরকারি হাসপাতালে দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা। ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি, অন্য দেশের তুলনায় এই দাম অনেক কম।
জেলার
বুধবার থেকে মিলন মেলা প্রাঙ্গণে শুরু কেবল টিভি শো-২০২৫,এবছর তাদের ২৬তম বছরে পা
আরও দেখুন


















