IND Vs Pakistan: 'কে ডোনল্ড ট্রাম্প? আমেরিকা দাদাগিরি করবে আমাদের মানতে হবে?' কটাক্ষ সৌম্য আইচ রায়ের
ABP Ananda Live: 'কে ডোনল্ড ট্রাম্প? আমেরিকা দাদাগিরি করবে আমাদের মানতে হবে?' কটাক্ষ সৌম্য আইচ রায়ের। ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি, দাবি ট্রাম্পের । সোশাল মিডিয়ায় পোস্ট করে সংঘর্ষবিরতির দাবি ট্রাম্পের । ভারতকে শান্ত করতে আমেরিকার হস্তক্ষেপের অনুরোধে পাকিস্তানের । পাকিস্তানের অনুরোধে মার্কিন হস্তক্ষেপ, সংঘর্ষ বিরতির দাবি ট্রাম্পের।
৩ বাহিনীর প্রধানের সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী
জঙ্গি হামলাকে এবার যুদ্ধ হিসাবে দেখবে ভারত! পাক সন্ত্রাসের বিরুদ্ধে আরও বড় লড়াইয়ের হুঙ্কার ভারতের। 'যে কোনও জঙ্গি কার্যকলাপই যুদ্ধ হিসেবে গণ্য হবে। যে কোনও জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য হবে', পাকিস্তানকে সবক শেখানোর কড়া বার্তা ভারতের: সূত্র। ৩ বাহিনীর প্রধানের সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী।
পাকিস্তানের আর্তনাদে মার্কিন হস্তক্ষেপ, সংঘর্ষ বিরতির দাবি ট্রাম্পের
পাকিস্তানের আর্তনাদে মার্কিন হস্তক্ষেপ, সংঘর্ষ বিরতির দাবি ট্রাম্পের। আজই পাক সেনা প্রধানের সঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবেয়ার কথা। রাতভর আলোচনার পরে সংঘর্ষবিরতিতে ২ দেশ রাজি, দাবি মার্কিন প্রেসিডেন্টের।

















