এক্সপ্লোর
7tay Bangla : গ্রেফতার সমাজকর্মী তিস্তা শীতলওয়াড় ও প্রাক্তন আইপিএস আর বি শ্রীকুমার
গ্রেফতার সমাজকর্মী তিস্তা শীতলওয়াড় ও প্রাক্তন আইপিএস আর বি শ্রীকুমার। মুম্বই থেকে তিস্তা শীতলওয়াড়কে গ্রেফতার করল গুজরাত পুলিশের এটিএস। গাঁধীনগর থেকে প্রাক্তন আইপিএস আর বি শ্রীকুমারকে হেফাজতে নিল পুলিশ। ভুয়ো নথি বানিয়ে চক্রান্ত করে ভুল পথে তদন্ত করার অভিযোগে মামলা। তিস্তা শীতলওয়াড়, আর বি শ্রীকুমার ও সঞ্জীব ভাটের বিরুদ্ধে মামলা। প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাটকে আগেই গ্রেফতার করছে পুলিশ ।
ইন্ডিয়া
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন





















