Covid Updates: দেড় মাসে দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমেছে মৃত্যুও
ভারতে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তবে পরপর চারদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমিতের সংখ্যা গত দেড়মাসে সর্বনিম্ন। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী,
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন।
মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪ জন।
দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২০ লক্ষ ২৬ হাজার ৯২।
গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ১২৮ জনের। এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ২৯ হাজার ১০০।
এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ২২।






















