Kashmir News: পহেলগাঁওতে হত্য়ালীলার খবর আগে থেকেই জানত স্থানীয় অপারেটরদের একাংশ ? উঠছে প্রশ্ন
ABP Ananda LIVE: পহেলগাঁওতে হত্য়ালীলার খবর আগে থেকেই জানত স্থানীয় অপারেটরদের একাংশ? প্রশ্নটা উঠছে, কারণ, গতকাল এই অনুষ্ঠানেই আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম আমরা। যেখানে এক পর্যটক, ঋষি ভট্টর রেকর্ড করা ভিডিওতে দেখা যায়, তাঁর জিপলাইন চড়ার সময়, গুলি চলছে, আর অপারেটর বলছেন আল্লাহ-হু-আকবর। ওই পর্যটকেরও দাবি, জিপলাইন অপারেটরের আচরণ তাঁর সন্দেহজনক মনে হয়েছিল। এই ঘটনার তদন্তে নেমে, জিপলাইনের অপারেটর মোজাম্মিল-সহ এলাকার প্রায় দেড়শো জন বাসিন্দাকে কে জিজ্ঞাসাবাদ করছে NIA। গোয়েন্দাদের নজরে রয়েছেন, স্থানীয় টাটুওয়ালা, টুরিস্ট গাইডরাও।
আরও খবর...
বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু বহু মানুষের । শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। পুলিশ সূত্রের খবর ১৩ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম আটকে আর ১ জন প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে। প্রবল ধোঁয়ার জেরে দমবন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা, জানিয়েছেন নগরপাল।
মঙ্গলবার সন্ধে ৭.৩০ নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা, তার উপর হোটেলে আবাসিক ভর্তি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত।
ঢোকা-বেরনোর একটাই সিঁড়ি। তাই অনেকেই নিচে নামতে পারেননি। কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন। হোটেলে রাজ্যের ও ভিনরাজ্যের বাসিন্দারা থাকতেন। সম্ভবত অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিকঠাক না থাকায় ও ইমার্জেন্সি এগজিটের সুবন্দোবস্ত না থাকায় অনেকেই বেঁচে বের হতে পারেননি।





















