এক্সপ্লোর
Corona Restriction: 'আজই কনটেনমেন্ট জোন ঘোষণা কলকাতায়', জানালেন মেয়র ফিরহাদ হাকিম| Bangla News
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এদিন বলেন, 'এই ওয়েভে মানুষ পাঁচদিন বাড়িতে থেকে ঠিক হয়ে যাচ্ছেন। জ্বর-কাশি-গাঁটে ব্যাথা থাকছে। তার সঙ্গে ডেল্টাও রয়েছে, তাই সাবধানে থাকতে হবে। দু তিন দিনের মধ্যে সেফ হোম আমরা খুলে দেব। আজই কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে কলকাতায়। বাজারে মাইকিং করা হচ্ছে। যে বিক্রেতা বা ক্রেতা মাস্ক পড়বে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নো মাস্ক, নো সেল। ট্রেন-বাসের সংখ্যা কমানো হয়নি।'
কলকাতা
যাদবপুর সম্মিলিত বালিকা বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি, স্মারক প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আরও দেখুন






















