Kolkata Fire: ৫ তলার কার্নিশে আটকে ছিলেন ২ ঘণ্টা । মৃত্যুর মুখ থেকে ফিরে এসে কী বললেন ওড়িশার দম্পতি ?
ABP Ananda LIVE: একেই বোধহয় বলে, রাখে হরি মারে কে। বড়বাজারের মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল। এর মধ্যেই আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছেন কয়েকজন। হোটেলের ৫ তলার কার্নিসে ২ ঘণ্টা আটকে ছিলেন ওড়িশার দম্পতি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, এখনও যেন বিশ্বাস করতে পারছেন না।
আরও খবর...
পহেলগাঁওয়ে পর্যটক নিধনের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। সীমান্তে বাতাসে বারুদের গন্ধ। পাকিস্তান বিরুদ্ধে চরম প্রত্যাঘাতের প্রহর গোনা চলছে। ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার মার্কিন বিদেশসচিবের ফোন পেলেন পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে কথা বললেন মার্কিন বিদেশসচিব। সূত্রের খবর, ভারতকে বুঝিয়ে শান্ত করার জন্য আমেরিকার কাছে আর্জি জানিয়েছেন শাহবাজ শরিফ।
সূত্রের খবর, ফোনালাপের সময় সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে শাহবাজ শরিফ দাবি করেন, এখনও পর্যন্ত সেদেশে সন্ত্রাসের শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে ৯০ হাজার মানুষকে। এমনকী আর্থিকভাবে ১৫২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপের অভিযোগ করে শাহবাজ শরিফ মার্কিন বিদেশসচিবকে বলেন, আফগানভূমি থেকে পরিচালিত ISKP, TTP ও BLA-এর মতো জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের পথ থেকে পাকিস্তানকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে যা অত্যন্ত হতাশা ও উদ্বেগজনক।

















