Abhishek Banerjee: জগদীপ ধনকড়-অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সীমা সংঘাত’ । Bangla News
জগদীপ ধনকড়-অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সীমা সংঘাত’। রাজ্যপালের আক্রমণ, পাল্টা জবাব অভিষেকের। "আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি। কলকাতা হাইকোর্টের ১ শতাংশ কয়েকজনকে রক্ষা করতে কীভাবে কাজ করছে। কীভাবে কেন্দ্রের সাথে একসঙ্গে এই কাজ করছে, কাল সেকথাই বলেছিলাম। মানুষ দেখছে, মানুষ জানে, কে আসলে সীমারেখা অতিক্রম করছে।" রাজ্যপালকে ট্যুইটে পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বিচারব্যবস্থার একাংশকে নিশানা করায় রাজ্যপালের তোপে অভিষেক। "একজন সাংসদ তাঁর যাবতীয় সীমা অতিক্রম করেছেন। রাজ্যের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে। বিচারব্যবস্থাকে আক্রমণ আশঙ্কাজনক। যে বিচারপতি এসএসসিতে সিবিআই-নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ নিন্দনীয়। আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। মুখ্যসচিবকে বলছি, গতকাল যা হয়েছে, সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হোক।" শিলিগুড়িতে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়।