Abhishek Banerjee Meeting: 'আগে ঠিক করে উচ্চারণ শিখুন, তারপর সোনার বাংলা বানাবেন', 'বহিরাগত' অস্ত্রে বিজেপিকে আক্রমণ অভিষেকের
আজ দক্ষিণ ২৪ পরগনা জেলায় জোড়া কর্মসূচি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee)। প্রথমে কুলপির ঢোলায় জনসভা করছেন তৃণমূল সাংসদ। এরপর কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ঢোলার জনসভা থেকে অভিষেক বলেন, "এই যে যাঁরা বলছেন এবার ২০০ পার করবেন, তাঁরা আগে এই মাঠে এই জনসভা করে দেখাক। ৩১-এ ৩১ আসন পাওয়ার আগে একটি বুথে পদ্ম ফুটিয়ে দেখাও।’ পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে তিনি বলনে, "৫ ফুট ২ ইঞ্চির এক মহিলার সঙ্গে মোকাবিলা করতে তাবড় তাবড় নেতারা বাংলায় ক্যাম্প বানিয়ে বসে আছে।" অন্যদিকে বিজেপিকে আক্রমণ করে বলেন, "বিজেপি নেতাদের মুখে উন্নয়নের কোনও কথা নেই। বিজেপি নেতাদের মুখে শুধু জয় শ্রীরাম স্লোগান আছে। দিল্লির বিজেপি নেতারা বলছেন ডবল ইঞ্জিন সরকার বানাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)একটা ইঞ্জিনের সঙ্গে আগে মোকাবিলা করুন। বিজেপি নেতারা বলছেন কেন্দ্র-রাজ্যে একই সরকার থাকতে হবে। চুরি করতে সুবিধা হবে বলে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন?" পাশাপাশি তাঁকে আক্রমণ প্রসঙ্গে অভিষেকের আক্রমণ, "নাম করে কথা বলতে পারছেন না অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এত ভয় কীসের? আমি বলছি দিলীপ ঘোষ গুণ্ডা, কৈলাস বহিরাগত।"