Jhalda: কাউন্সিলররা কি বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবে না ? পুলিশি মামলায় প্রশ্ন নেপালের। Bangla News
ঝালদা পুরসভার বোর্ড গঠনের দিন গন্ডগোলের ঘটনায় কাউন্সিলর-সহ ৪ নেতা, কর্মী ও আড়াইশো সমর্থকের বিরুদ্ধে মামলা রুজু করল ঝালদা থানার পুলিশ। ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের বিরুদ্ধেও রুজু হয়েছে মামলা। ১৪৪ ধারা ভঙ্গ-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছে ঝালদা থানার পুলিশ। মঙ্গলবার ঝালদা পুরসভার বোর্ড গঠনের আগে কংগ্রেসের কালা দিবস পালন ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। পাল্টা পুলিশি নিগ্রহের পাল্টা অভিযোগ তোলেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী।
এ প্রসঙ্গে নেপাল মাহাতো বলেন, সেদিন বোর্ড গঠন ছিল। কাউন্সিলররা কী বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে যাবে না? গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁরা অংশগ্রহণ করতে যাচ্ছেন। তাঁদের যাওয়াটা কর্তব্য।
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)