SSC News: SSC বিধি চ্যালেঞ্জ করে মামলা, শুনানি শেষ, রায়দান স্থগিত
ABP Ananda Live: SSC বিধি চ্যালেঞ্জ করে মামলা, শুনানি শেষ, রায়দান স্থগিত। 'আমার তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রায় ১৮০টি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে'। আদালতে জানালেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত। 'কোন বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে সেটা চাকরিপ্রার্থীরা ঠিক করতে পারেন না'। 'সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে ২০১৬ সালের বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে'। 'কমিশনের কাছে আজকের দিনে দাঁড়িয়ে তিনটি বিধি আছে, ২০১৬-২০১৯-২০২৫'। SSC-বিধি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলায় সওয়াল রাজ্য সরকারের ।
কিছুক্ষণ আগেই শেষ হয়েছে মুখ্যসচিব-চাকরিহারাদের বৈঠক
কিছুক্ষণ আগেই শেষ হয়েছে মুখ্যসচিব-চাকরিহারাদের বৈঠক। বেরিয়ে গেলেন মুখ্যসচিব। বৈঠকে ২০জনের প্রতিনিধি, মল্লিক ফটকের সামনে অবস্থানে বাকিরা। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযানে চাকরিহারারা। শিবপুর পুলিশ লাইনে ১৮জন চাকরিহারা শিক্ষক, ২জন চাকরিহারা শিক্ষাকর্মী। ৭ দফা দাবিতে অনড় থেকেই সরকারের সঙ্গে বৈঠকে চাকরিহারারা।


















