Covid 19 Updates: শর্তসাপেক্ষে খুলছে সুইমিং পুল, ১৬ জুলাই থেকে দোকান-বাজার-শপিং মলে থাকছে না সময়বিধি
করোনাকালে (Corona) রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ। ১৬ জুলাই থেকে কার্যত লকডাউনে কিছু ক্ষেত্রে ছাড়। ১৬ জুলাই থেকে সাধারণের জন্য খুলছে মেট্রো। ১৬ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী সাধারণ যাত্রীর জন্য চলবে মেট্রো (Metro)। সোম থেকে শুক্রবার পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। সপ্তাহে ৫দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ১৬ জুলাই থেকে দোকান-বাজার-শপিং মলে থাকছে না সময়বিধি। ১৬ জুলাই থেকে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল। রাজ্য-জাতীয় স্তরের প্রশিক্ষণের জন্য খুলবে সুইমিং পুল। সকাল ৬-১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে খোলা যাবে সুইমিং পুল। সকাল ১০-বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক (Bank)। স্টাফ স্পেশাল ছাড়া আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন। আপাতত বন্ধই থাকছে স্কুল-কলেজ-সিনেমা হল।
![Delhi Station News: দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, কী বললেন মমতা? ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/9d2d0dd45c53638df0d9233ef8ffb2f01739714713893967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)