এক্সপ্লোর
আইপিএল হলেও কাঁটছাঁট ম্যাচের সংখ্যায়, জানালেন সৌরভ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলেও তা কম দিনের জন্য হবে, তা শনিবার জানিয়ে দিলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল গভর্নিং কাউন্সিল কাউন্সিলের বৈঠকের পর এই কথা জানান মহারাজ। করোনাভাইরাস দেশে ছড়িয়ে পড়ার ফলে ২৯ মার্চের বদলে ১৫ এপ্রিল অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে এই টি-২০ লিগ। জানা যাচ্ছে, এদিন গভর্নিং কাউন্সিলের বৈঠকে বেশ কিছু বিকল্পের কথা আলোচনা করা হয়। ছয়-সাতটি বিকল্প প্রস্তাব ওঠে। এর মধ্যে ছিল স্বল্পমেয়াদী আইপিএলের কথা। সেক্ষেত্রে ৩১ দিনের জন্য চলবে আইপিএল এবং ম্যাচের সংখ্যা কমে ৩২টি তে নেমে যাবে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই মুহুর্তে সবার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিই যে অগ্রাধিকার, তা সাফ করে দেন সৌরভ।
আরও দেখুন






















