FASTag KYC: আজই শেষ দিন, কীভাবে KYC আপডেট করবেন FASTag-এ ? কী নথি লাগবে ?
FASTag: আজই শেষ দিন। ৩১ জানুয়ারির পরে KYC আপডেট করা না থাকলে কালো তালিকাভুক্ত হয়ে যাবে আপনার FASTag অ্যাকাউন্ট। কীভাবে আপডেট করবেন দেখে নিন।
KYC Update: 'One Vehicle, One FASTag' নিয়মই কার্যকর হবে এবার থেকে। ১ ফেব্রুয়ারি থেকে আর কেউই পুরনো ফাস্ট্যাগ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। সর্বশেষ FASTag অ্যাকাউন্টটি কেবলমাত্র সক্রিয় থাকবে, বাকি সব নিষ্ক্রিয় হয়ে যাবে। আর সক্রিয় রাখার জন্য করতে হবে KYC আপডেট যার শেষদিন আজই ৩১ জানুয়ারি। কীভাবে সহজেই KYC আপডেট করতে পারবেন দেখে নিন।
FASTag কী ?
প্রায় ৮ কোটিরও বেশি মানুষ FASTag ব্যবহার করেন। ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থার অন্যতম সিস্টেম এই FASTags । জাতীয় সড়ক ব্যবহারকারীদের জন্য নির্বিঘ্ন ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে সাহায্য করেছে কেন্দ্র সরকারের ‘One Vehicle, One FASTag’ উদ্যোগ। টোলের কাজকর্ম আরও দক্ষ হয়ে উঠেছে এর মাধ্যমে। গাড়ির উইন্ডোস্ক্রিনে এই ট্যাগ লাগানো থাকলে টোল প্লাজায় শুধু ট্যাগ স্ক্যান করেই টোল কাটা হয়ে যায় সহজে। সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় স্বয়ংক্রিয়ভাবে।
FASTag KYC আপডেট না করলে কী হবে ?
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) জানিয়েছে যে, ৩১ জানুয়ারির মধ্যে KYC আপডেট না করলে অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালান্স থাকা সত্ত্বেও সরকারি খাতায় কালো তালিকাভুক্ত হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। আর সেই অ্যাকাউন্ট সক্রিয় থাকবে না।
FASTag KYC আপডেট করবেন কীভাবে ?
- FASTag-এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান প্রথমেই।
- নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, একটা ওটিপি আসবে ফোনে, সেটা লিখলেই লগ ইন হয়ে যাবে।
- হোমপেজে দেখবেন লেখা আছে 'My Profile'। সেখানে ক্লিক করলে KYC অপশন দেখাবে।
- সমস্ত তথ্য পূরণ করে সাবমিট বাটন ক্লিক করুন।
- এভাবে খুব সহজেই KYC প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
কী কী নথি লাগবে ?
ভেহিকল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, একটি পাসপোর্ট আকারের ফটো লাগবে এই KYC আপডেটের জন্য।
কীভাবে স্ট্যাটাস দেখবেন ?
- fastag.ihmcl.com ওয়েবসাইটে গিয়ে পেজের একেবারে ডানদিকে লগ ইন ট্যাবে ক্লিক করুন।
- মোবাইল নম্বর আর ওটিপি বসিয়ে লগ ইন করুন।
- একইভাবে MY Profile সেকশনে গিয়ে ড্যাশবোর্ড থেকেই দেখে নিতে পারবেন আপনার KYC আপডেট হয়েছে কিনা বা আপনার অ্যাকাউন্টটি সক্রিয় আছে কিনা।
আরও পড়ুন: Tax Saving Hacks: চাকরি করেন, প্রায় ৪ লক্ষ টাকার কর বাঁচাতে পারেন আপনিও, কীভাবে ?