PM Kisan: কৃষকদের জন্য বড় খবর, এই দিন কৃষকের অ্যাকাউন্টে আসবে ২০০০ টাকা
PM Kisan Yojana: এপ্রিলের শেষে সরকার কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা পাঠাতে পারে। জেনে নিন, কীভাবে এই যোজনায় রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি।
PM Kisan Yojana: PM কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Scheme) ১১ তম কিস্তি শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। আপনি যদি এখনও এই স্কিমে রেজিস্ট্রেশন না করে থাকেন, তবে অবিলম্বে এই কাজ করে ফেলুন। এপ্রিলের শেষে সরকার কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা পাঠাতে পারে। জেনে নিন, কীভাবে এই যোজনায় রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি।
PM Kisan: কীভাবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য রেজিস্ট্রেশন করবেন ?
১ আবেদন করার জন্য প্রথমে আপনাকে এর অফিশিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যেতে হবে।
২ এখানে আপনাকে হোম পেজে Farmer Corners খুলতে হবে।
৩ এই পর্বে আপনি নতুন কৃষক রেজিস্ট্রেশেনের বিকল্প দেখতে পাবেন।
৪ আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে।
৫ এর পরে সমস্ত অনুরোধ করা তথ্য লিখুন ও জমা দিন।
৬ এবার সব প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
PM Kisan Yojana: কোন কাগজপত্র লাগবে
আধার কার্ড
ব্যাঙ্কের বিবরণ
কৃষি তথ্য ও বিবরণ
মোবাইল ও পাসপোর্ট সাইজ ছবি
PM Kisan: ১১তম কিস্তির টাকা কবে আসবে ?
পিএম কিষাণ প্রকল্পের অধীনে, 1 এপ্রিল থেকে 31 জুলাইয়ের মধ্যে কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়। একই সময়ে, দ্বিতীয় কিস্তির টাকা 1 আগস্ট থেকে 30 নভেম্বরের মধ্যে পাঠানো হয়। এ ছাড়া তৃতীয় কিস্তির টাকা ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে স্থানান্তর করা হয়। সেই অনুযায়ী এপ্রিলের শুরুতে কৃষকদের অ্যাকাউন্টে 11টি কিস্তির টাকা চলে যাবে।
PM Kisan Yojana: দশম কিস্তি ১ জানুয়ারি পাঠানো হয়েছিল
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের দশম কিস্তির টাকা 1 জানুয়ারি, 2022-এ কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে এই 2000 টাকার কিস্তি স্থানান্তর করা হয়েছে।
PM Kisan: প্রধানমন্ত্রী কিষাণ যোজনা কী?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে, যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। দুই হাজার টাকার তিনটি সমান কিস্তিতে এই পরিমাণ টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। এই কিস্তিগুলি প্রতি চার মাস অন্তর অ্যাকাউন্টে পাঠায় সরকার।
আরও পড়ুন : LIC Policy Update: ২৮ টাকা দিয়ে পান ২ লাখের সুবিধা, LIC আনল এই পলিসি