North 24 Parganas: বিবাহবহির্ভূত সম্পর্কের জের, মহিলাকে ব্লেড মারার অভিযোগে গ্রেফতার ২
রীতিমতো জনবহুল এলাকায় মহিলার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ।
সমীরণ পাল, হাবরা: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক মহিলাকে ব্লেড মারার অভিযোগ উঠল। ঘটনা হাবরার কুমড়ো বাজারের। রীতিমতো জনবহুল এলাকায় ওই মহিলার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক গৃহবধু এবং তার ভাইকে গ্রেফতার করেছে হাবরা থানার পুলিশ। আক্রান্ত মহিলাকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশ সূত্রের খবর প্রত্যেকেরই বাড়ি বাদুড়িয়া থানা এলাকায়। ব্লেড মারার আগে ওই যুবক আহত মহিলাকে সঙ্গে নিয়ে হাবরার কুমড়ো বাজারে যান। তাঁদেরকে অনুসরণ করে তাঁর স্ত্রী ও শ্যালক সেখানে পৌঁছান। তখনই ভরা বাজারে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে ।
এদিকে কোথাও সম্পত্তি-বিবাদ, কোথাও আবার পারিবারিক অশান্তি। গত দু’দিনে রাজ্যের ২ জেলায় জোড়া খুন। দুই জায়গায় ২ বধূকে কুপিয়ে খুনের অভিযোগ। একটি ঘটনাতে স্বামী গ্রেফতার হলেও অপরটিতে পলাতক অভিযুক্ত। একটি খুনের ঘটনা ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকার গাবগাছি যদুপুরে।
আরও পড়ুন: West Midnapore: রাস্তায় আশ্রয় গ্রামবাসীদের, জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের পিংলার পশ্চিমচক গ্রাম
আরও পড়ুন: Malda: আবাস যোজনার ঘর পেতে ২০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে
শনিবার বাড়ির মধ্যেই বছর পঁয়তাল্লিশের তাহেরা বিবির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁর মেজ ছেলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পরিবার সূত্রে খবর, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে স্ত্রীকে খুন করেছেন স্বামী খলিল শেখ। মৃতার পুত্রবধূ বলেন, সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। সেই কারণে খুন। ঘটনাস্থল থেকে একটি শাবল উদ্ধার করেছে পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে শুক্রবার বাঁকুড়ার শালতোড়া থানার বরশালে মাঠের মধ্যে কুপিয়ে খুন করা হয় বছর তেত্রিশের বধূ ছায়া বাউড়িকে। শ্বশুরবাড়িতে অশান্তির জেরে খুন বলে অভিযোগ মৃতার বাপের বাড়ির। খুনের অভিযোগে মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে রক্ত মাখা কুড়ুল।
আরও পড়ুন: Hindmotor: পড়ুয়া কমছে, বাড়ছে ক্ষতির বোঝা; হিন্দমোটর হাই স্কুল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের