West Bengal News Live Updates: চোপড়ায় সাইবার প্রতারণার বড়সড় পর্দাফাঁস, গ্রেফতার ৩ !
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: বিশ্বভারতীতে (Visva Bharati) নিখোঁজ, মিলল ওড়িশার (Odisha) তালসারি সি বিচে। উদ্ধার বিশ্বভারতীর বিদেশি গবেষক। অপহরণের অভিযোগে ২ জেলার ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police )। অবৈধ কোনও ব্যবসা নিয়ে বিবাদের জেরে অপহরণ, অনুমান পুলিশের। I ঘটনার তদন্তে নেমে এক তরুণীর খোঁজ করছে পুলিশ।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। ফের শিক্ষাঙ্গনে শাসক-সংগঠনের দৌরাত্ম্যের অভিযোগ। টিএমসিপি-র বিরুদ্ধে ক্যাম্পাসে নৈরাজ্য কায়েমের অভিযোগ তুলে স্বেচ্ছাবসর চাইলেন অধ্যক্ষ পঙ্কজ রায়। আতঙ্কে কলেজে না গিয়ে বাড়িতে রয়েছেন তিনি। বদনাম করতেই মিথ্যা অভিযোগ, পাল্টা আক্রমণ টিএমসিপির রাজ্য সভাপতির।
এবার ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান নিয়ে বিতর্ক দানা বাধল। অভিযোগ, ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপনের করছে রাজ্য সরকার। এমনকি কেন্দ্রীয় সরকারকে ডেঙ্গি সংক্রান্ত তথ্যও সরবরাহ করছে না নবান্ন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আর এরই মাঝে এদিন ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরীর।
কার্যালয় সংস্কারের অছিলায় মুরলীধর সেন লেন থেকে কি দিলীপ ঘোষ ও রাহুল সিন্হাকে উৎখাতের চেষ্টা চলছে? বঙ্গ বিজেপির অন্দর থেকেই উঠেছে এমন অভিযোগ। যদিও, কোন্দলের তত্ত্ব মানতে রাজি নন রাজ্য বিজেপির সভাপতি। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল!
ডেঙ্গি কেড়েছে স্ত্রী-কে। সেই যন্ত্রণা আরও বাড়িয়েছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে সেই বিষয়েই বিস্তারিত জানিয়েছিলেন দক্ষিণ কলকাতার রাকেশ বসু। সেই অভিযোগের প্রেক্ষিতে, কার কী প্রতিক্রিয়া, তা তুলে ধরেছি আমরা। এদিকে, স্বাস্থ্য দফতর সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।
কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সরব ব্য়াঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। শনিবার ব্যারাকপুরে নাগরিক সভা করে তারা। সভায় সামিল হন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।
West Bengal LIVE News Updates: খিদিরপুরে ট্রাকের ধাক্কায় আহত ১, প্রতিবাদে রাস্তা অবরোধ
খিদিরপুরে ট্রাকের ধাক্কায় আহত ১। প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের।
WB News LIVE Updates: চোপড়ায় সাইবার প্রতারণার বড়সড় পর্দাফাঁস, গ্রেফতার ৩ !
আধার কার্ডের ফ্রিঙ্গার প্রিন্ট জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা 'গায়েব'! চোপড়ায় সাইবার প্রতারণার বড়সড় পর্দাফাঁস করল পুলিশ । ইসলামপুর পুলিশ জেলার হাতে গ্রেফতার ৩ অভিযুক্ত । আধার কার্ড তৈরির সরঞ্জাম সহ বেশকিছু সামগ্রী বাজেয়াপ্ত।
চোপড়া থেকে বাইরের রাজ্যেও প্রতারণার জাল, দাবি পুলিশের। চক্রের মূলপান্ডার খোঁজে পুলিশের তল্লাশি।
West Bengal LIVE News Updates: চাঁদনি চকে ইলেকট্রনিক্স সামগ্রীর গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
চাঁদনি চকে ইলেকট্রনিক্স সামগ্রীর গোডাউনে আগুন। দোতলা থেকে আগুন ছড়াল চারতলায়। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। ২ ঘণ্টা পার, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
WB News LIVE Updates: টিএমসিপি-র বিরুদ্ধে ক্যাম্পাসে নৈরাজ্য কায়েমের অভিযোগ, স্বেচ্ছাবসর চাইলেন অধ্যক্ষ
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর এবার যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। ফের শিক্ষাঙ্গনে শাসক-সংগঠনের দৌরাত্ম্যের অভিযোগ। টিএমসিপি-র বিরুদ্ধে ক্যাম্পাসে নৈরাজ্য কায়েমের অভিযোগ তুলে স্বেচ্ছাবসর চাইলেন অধ্যক্ষ পঙ্কজ রায়। আতঙ্কে কলেজে না গিয়ে বাড়িতে রয়েছেন তিনি।
West Bengal LIVE News Updates: মদনের পর অর্জুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিশানা পুলিশ-প্রশাসনকে
মদনের পর অর্জুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিশানা পুলিশ-প্রশাসনকে। 'অপরাধ বাড়লে জনপ্রতিনিধিদের ওপর প্রভাব পড়ে'। 'মদনদা জনপ্রতিনিধি হিসেবে নিজের সমস্যার কথা তুলে ধরেছেন'। 'যার অপরাধ দমন করার কথা, সে যদি না করে, তাহলে কে করবে'। 'আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ, তাদের রক্ষা করতে হবে'। মন্তব্য তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের।