West Bengal News Live Updates: বোলপুরের প্রান্তিক স্টেশনে এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ৩ মাস আগে চোট পাওয়া পায়ে স্পেন সফরে গিয়ে ফের চোট মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। এসএসকেএমে (SSKM) মুখ্যমন্ত্রীর বাঁ হাটু থেকে বার করা হল জমা ফ্লুইড। দশ দিন বিশ্রামে থাকার পরামর্শ।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-
বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্বের আমলে প্রাধান্য সিপিএম (CPIM)-কংগ্রেসের (Congress)। এখন ইডি (ED) সিবিআই (CBI) আছে, আগে লড়াই কঠিন ছিল। বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সরব রাজু বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক দলের পরীক্ষা হচ্ছে ভোট, সফল দিলীপ ঘোষ। দলের মধ্যে রয়েছে ক্ষোভ-বিক্ষোভ। অমিত শাহের স্বপ্ন সফল করতে একসঙ্গে কাজ করতে হবে। বিস্ফোরক রাজ্য বিজেপির সহ সভাপতি। আমার সময়ে রেজাল্ট ভাল ছিল, আরও ভাল হবে। সবাইকে কাজ দেওয়া হোক। প্রতিক্রিয়া দিলীপের। মন্তব্য নারাজ সুকান্ত।
৭২ ঘণ্টার মধ্যেই প্রলয়ের ডিগবাজি। বিজেপিতে আছেন, জানালেন তমলুক বিজেপির সহ সভাপতি। আগামীতে ভালো কাজ করবে, আশ্বাস শুভেন্দুর। ভবিষ্যতে সতর্ক থাকবেন, প্রতিক্রিয়া শমীকের।
২০১৪-র পর থেকে বারবার বিদেশ সফর। বিপুল টাকা পাচার করেছেন এক জনপ্রতিনিধি। বিমান যাত্রার খতিয়ান তুলে সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দুর। সাহস থাকলে নাম নিন, পাল্টা চ্যালেঞ্জ জয়প্রকাশের।
বোসকে সাদা হাতি কটাক্ষ ব্রাত্যর। মুখ্যমন্ত্রীর কোনও অভিযোগ থাকলে জবাব দেব, অন্য কারও কথা গুরুত্বপূর্ণ নয়, পাল্টা জবাব রাজ্যপালের।
দক্ষিণ দমদমে ফের ডেঙ্গির বলি। মৃত্যু ৫৪ বছরের মহিলার। রাজ্যজুড়ে ৪৪ জনের প্রাণহানি। সরকারি মতে মৃত ৩। আক্রান্তর সংখ্যা ছাড়াল ৩৮ হাজার।
ডেঙ্গিতে কলকাতায় পরপর মৃত্যু। ৫ নভেম্বর পর্যন্ত পুরসভার ভেক্টর কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল। স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা খোলা থাকবে আউটডোর। জারি নির্দেশিকা।
বিজয়গড় হাসপাতালই যেন ডেঙ্গির আঁতুড়ঘর। ডাঁই করে রাখা জনস্বাস্থ্য দফতরের জলের ট্যাঙ্ক। জমে আছে বৃষ্টির জল। থিকথিক করছে মশার লার্ভা।
সাগরদত্তের পর এনআরএস। ফের সরকারি হাসপাতালে দালাল চক্রের পর্দাফাঁস। টাকা নিয়ে ভর্তি করার অভিযোগে গ্রেফতার ২। এসএসকেএমেও হানা গুন্ডাদমন শাখার।
দালালরা বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে না, প্রত্যেকের নেপথ্যে কোনও কেষ্ট বিষ্টু, তদন্ত হওয়া উচিত। দালালরাজ নিয়ে ফের সরব মদন মিত্র। অন্যায় করলে শাস্তি হবে, মন্তব্য চন্দ্রিমার। অপরাধ বাড়লে জনপ্রতিনিধিদের ওপর প্রভাব বাড়ে। মদন মিত্র সমস্যার কথা তুলে ধরেছেন। পুলিশকেই আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। মদনের পাশে দাঁড়িয়ে এবার সরব অর্জুন সিংহ।
West Bengal News LIVE Updates: নিয়োগ দুর্নীতিতে এবার ইডির বিরুদ্ধে তথ্যগোপনের সন্দেহ হাইকোর্টের
মাত্র ৩টি বিমা, কোনও সম্পত্তি, অ্যাকাউন্ট নেই অভিষেকের? নিয়োগ দুর্নীতিতে এবার ইডির বিরুদ্ধে তথ্যগোপনের সন্দেহ হাইকোর্টের! উত্তরই দিতে পারলেন না সিটের প্রধান! তদন্ত থেকে নিষ্কৃতি পেতে চান? প্রশিক্ষিত তো? অভিষেকের সম্পত্তির অসম্পূর্ণ খতিয়ান দিতে না পারায় হাইকোর্টে ভর্ৎসিত ইডি।
West Bengal News LIVE Updates: বাড়ছে উদ্বেগ, ডেঙ্গি মোকাবিলায় পাঁচ দফা নির্দেশ নবান্নের
ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ নবান্নে ৪টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের। সূত্রের খবর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কথা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। সেই বৈঠকে এদিন বলা হয়, বাড়ছে হটস্পট, সব থেকে বেশি হটস্পট উত্তর ২৪ পরগনা জেলায়। পুর-এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামে গঞ্জের বাজার, হাট গুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ নবান্নের।
West Bengal News LIVE Updates: 'আপনারা কি পোস্ট অফিস?' অভিষেকের সম্পত্তির খতিয়ান নিয়ে ED-কে তুলোধোনা বিচারপতির
নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam) মামলায় অভিষেকের সম্পত্তির খতিয়ান নিয়ে ইডিকে (ED) তুলোধনা বিচারপতির। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-ইডির পেশ করা সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরের সম্পত্তি সংক্রান্ত হিসেব নিয়ে প্রশ্নের মুখে ইডি।
West Bengal News LIVE Updates: বোলপুরের প্রান্তিক স্টেশনে এক্সপ্রেসে আগুন আতঙ্ক, ট্রেন থেকে নামতে গিয়ে আহত কয়েকজন
বোলপুরের প্রান্তিক স্টেশনে এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক
মুজাফ্ফরপুর-বেঙ্গালুরু এক্সপ্রেসের ডি-২ কামরায় ধোঁয়ায় আতঙ্ক
ডি-২ কামরার চাকায় আগুন লেগে যাওয়ার অভিযোগ যাত্রীদের
কোপাই স্টেশন পেরোনোর পরেই ধোঁয়া দেখে চেন টেনে ট্রেন থামালেন যাত্রীরা
কোপাই স্টেশন পেরিয়ে ধর্মতলায় ট্রেন থামার পরেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি
হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত
পিছনেই বন্দে ভারত থাকায় কিছুক্ষণ পরে প্রান্তিক স্টেশনে আনা হয় যাত্রীদের
কীভাবে দুর্ঘটনা, এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি রেল কর্তৃপক্ষের
West Bengal News LIVE Updates: বোলপুরের প্রান্তিক স্টেশনে এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক
বোলপুরের প্রান্তিক স্টেশনে এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক। মুজাফ্ফরপুর-বেঙ্গালুরু এক্সপ্রেসের ডি-২ কামরায় ধোঁয়ায় আতঙ্ক। ডি-২ কামরার চাকায় আগুন লেগে যাওয়ার অভিযোগ যাত্রীদের।