West Bengal News Live Updates: বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, দোষী সাব্যস্ত তৃণমূল নেতা-সহ ১৩
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
Bardhaman News: বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, দোষী সাব্যস্ত তৃণমূল নেতা-সহ ১৩
অসুস্থতার কারণ দেখিয়ে গরহাজির, তৃণমূল নেতা-সহ ১৩জনের সাজা স্থগিত। দোষী সাব্যস্ত ১৩জনের মধ্যে ৪জন অসুস্থতার কারণ দেখিয়ে কোর্টে গরহাজির।
কাল স্বশরীরে কিংবা ভার্চুয়ালি দোষীদের কোর্টে পেশ করার নির্দেশ বিচারকের। বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, দোষী সাব্যস্ত তৃণমূল নেতা-সহ ১৩।
Firhad Hakim: ৬ দিন পার, হাওড়ার বেলগাছিয়ায় এখনও চরম দুর্ভোগ, বৈঠকে ফিরহাদ হাকিম
৬ দিন পার, হাওড়ার বেলগাছিয়ায় এখনও চরম দুর্ভোগ। হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি নিয়ে বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জলের পাইপ লাইন বসাতে গিয়ে ধস, জল ও বিদ্যুৎহীন এলাকা।
Humayun Kabir: 'চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন শুভেন্দুরা, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপকে', বলছেন TMC বিধায়ক
খড়গপুরে তৃণমূলকর্মীদের দিলীপের হুমকি, পাশে দাঁড়ালেন তৃণমূলেরই বিধায়ক! 'যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও একই করতাম। সবাই এই সাহস দেখায় না', দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুনের। দিলীপের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভেরও বিরোধিতা খোদ তৃণমূল বিধায়কের। বললেন, 'চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন শুভেন্দু অধিকারীরা। অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপ ঘোষকে, কী করে ধৈর্য্য ধরবেন? আমাকে ঢিল ছুঁড়লে আমি কি বাড়িতে রসগোল্লা পাঠাব? সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন, বাধা দেবে কেন?', বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদেরই ভূমিকায় প্রশ্ন ভরতপুরের বিধায়কের।
West Bengal BJP: বাঁকুড়ার পর লিলুয়ায় প্রতিবাদ-বিক্ষোভ বিজেপির
বাঁকুড়ার পর লিলুয়ায় প্রতিবাদ-বিক্ষোভ বিজেপির। হাওড়ায় শুভেন্দুকে আঘাতের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। লিলুয়া থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের।
Suvendu Adhikari: হাওড়ায় শুভেন্দুকে হেনস্থার অভিযোগ, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হাওড়ায় শুভেন্দুকে হেনস্থার অভিযোগ, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম। শুভেন্দু এক নম্বর ড্রামাবাজ লোক। ওকে সব সময় CISF ঘিরে থাকে, তারপরও কে মারবে', কটাক্ষ তৃণমূল সাংসদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
