![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhabanipur Election 2021: ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন’ ভোটারদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাত পোহালেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
![Bhabanipur Election 2021: ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন’ ভোটারদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের Bhabanipur Election 2021: Mamata Banerjee's message to voters to 'vote fearlessly and happily in the festival of democracy' Bhabanipur Election 2021: ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন’ ভোটারদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/26/87d1b7afb9063bdce3f21e147d35821e_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। যে কেন্দ্রে প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ উপনির্বাচনের দিকে তাকিয়ে এখন গোটা দেশ। আর নির্বাচনের কয়েক ঘণ্টা আগে ভোটার উদ্দেশে বার্তা দিলেন তৃণমূল প্রার্থী।‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন। প্ররোচনা ছড়াবেন না, প্ররোচনায় জড়াবেন না।’ ভোটারদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিকে ভোটের আগের রাতে ভবানীপুর জুড়ে চলছে নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ভবানীপুরে মোতায়েন করা হচ্ছে ৩৫ কোম্পানি বাহিনী। থাকছে ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। ভবানীপুরের ভোটে সব বুথেই হবে ওয়েবকাস্টিং।
শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। মোট ২৮৭টা বুথ রয়েছে। মেন বুথের সংখ্যা ২৬৯। কোভিড পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে ১৮টা অক্সিলিয়ারি বুথ। ভোট কর্মীদের হাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বুথ পিছু দেওয়া হচ্ছে ৪টে করে রেনকোট।
আরও পড়ুন: West Bengal Election: আগামীকাল ৩ কেন্দ্রে নির্বাচন, কোভিড বিধি মেনে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি
সূত্রের খবর, প্রতি বুথে মোতায়েন থাকবেন ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা ও সিসি ক্যামেরার নজরদারি। সব বুথেই থাকবেন মাইক্রো অবজার্ভার। মাইক্রো অবজার্ভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। থাকছে কুইক রেসপন্স টিম। বুথের বাইরের এলাকার দায়িত্ব কলকাতা পুলিশের হাতে। ভবানীপুরের জন্য রয়েছেন আলাদা পুলিশ পর্যবেক্ষক। ভবানীপুরের ৩৮টি জায়গায় পুলিশ পিকেট করা হবে। থাকবে, ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। আরটি মোবাইল ভ্যান থাকবে ২৩টি।
ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগের দিন, এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল জোরকদমে। চেতলা গার্লস হাইস্কুলে রয়েছে ১২টি বুথ। ইতিমধ্যেই, ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একই ছবি সাউথ সাবার্বান প্রাইমারি স্কুলেও। সব মিলিয়ে প্রস্তুতি সারা। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু ভোটগ্রহণ।
আরও পড়ুন: West Midnapur: প্রবল বৃষ্টিতে চন্দ্রকোনায় মাটির দেওয়াল ধসে মৃত্যু গৃহবধূর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)