সাঁইথিয়ায় প্রচারে গিয়ে বিপাকে শতাব্দী, পানীয় জল-সহ একাধিক বিষয়ে ক্ষোভ গ্রামবাসীদের
Satabdi Roy: সোমবার বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাঁইথিয়া ব্লকের ফুলুর অঞ্চলে অবস্থিত বাতাসপুর গ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। সেখানে তাঁকে ঘিরে অভিযোগ জানান গ্রামবাসীরা।
ভাস্কর মুখোপাধ্যায়, সাঁইথিয়া: সোমবার সাঁইথিয়ার একটি গ্রামে লোকসভা ভোটের (Loksabha Election 2024) প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় (TMC candidate Satabdi Roy)। তাঁর গাড়ি ঘিরে গ্রামবাসীরা পানীয় জল, রাস্তা ও বাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে অভিযোগ। যদিও বিষয়টিকে বিক্ষোভ বলে মানতে নারাজ শতাব্দী রায়। এই বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, "ওরা অভিযোগ করেছেন আর তোমরা বলছ গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাঁইথিয়া ব্লকের ফুলুর অঞ্চলে অবস্থিত বাতাসপুর গ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। তিনি গ্রামে ঢুকতেই গ্রামবাসীরা তাঁর গাড়ির চারপাশে ঘিরে নিজেদের ক্ষোভের কথা বলতে থাকেন। তাঁরা অভিযোগ করেন, গ্রামের পানীয় জলের কলের অবস্থা খুব খারাপ। রাস্তার অবস্থাও খারাপ। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বলে কোনও কাজ হচ্ছে না। সে কথা বলতে চায় না। গ্রামবাসীদের আরও অভিযোগ, যাদের পাকা বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে। আর যাদের বাড়ি নেই তারা পাচ্ছে না। বারবার নাম এলেও বাড়ি পাচ্ছে না।
গ্রামবাসীদের অভিযোগ শোনার পর আগামী দিনে সব কাজ করে দেওয়ার আশ্বাস শতাব্দী রায় দিয়েছেন বলে জানান তাঁরা। সেই সঙ্গে বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে শতাব্দী রায় তাঁদের আগামীতে সব কাজ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও কেউ কেউ অভিযোগ করেছেন, শতাব্দী রায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন তাঁদের হুঁশিয়ারি দিয়েছেন পরে দেখে নেবেন বলে। যদিও এই বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে বীরভূমের একটি জায়গায় ভোট প্রচারে গিয়েছিলেন শতাব্দী। সেখানে এক যুবক তাঁর কাছে সিনেমার ডায়লগ শোনার আবদার করেন। তার প্রেক্ষিতে শতাব্দী রায় বলেন, জল, রাস্তা আর বাড়ি দরকার না সিনেমার ডায়লগ। যদি এগুলো চান তাহলে সিনেমার ডায়লগ শোনার অনুরোধ করবেন না।
আরও পড়ুন: "লোকসভার পর অফিস খোলার লোক পাবে না তৃণমূল", হুঁশিয়ারি শুভেন্দুর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।