Durga Puja 2021 Exclusive: বাবা পুজোয় ১০ টাকা করে দিত ঝালমুড়ি-আলুকাবলি খাওয়ার জন্য়
শৈশব পেরিয়ে গেছে অনেকদিন, তবে ছোটবেলায় কাটানো পুজোর স্মৃতি গুলো আজও অমলিন।
কলকাতা: পুজো আসে, পুজো যায়। কিন্তু ছোটবেলার পুজোর স্মৃতি গুলো কখনই ভোলা যায় না। এবিপি লাইভের সঙ্গে অভিনেত্রী অলিভিয়া সরকার ভাগ করলেন নিলেন তাঁর শৈশবের এমনই কিছু পুজোর স্মৃতি।
কাজের সূত্রে বর্তমানে কলকাতা থাকলেও অভিনেত্রী অলিভিয়া সরকারের আসল বাড়ি দুর্গাপুরে। ছোটবেলাও কেটেছে সেখানেই। আর সেখানা কাটানো দিনের স্মৃতি গুলো শরতের আকাশের মত আজও নির্মল। অলিভিয়া জানান, তিনি খুব ছোট থেকে ঠাকুর-দেবতায় বিশ্বাসী।
ছোটবেলার বাবা ১০ টাকা করে দিত ঝালমুড়ি-আলুকাবলি খাওয়ার জন্য়, সেখান থেকে ৫ টাকা ঠাকুরের মিষ্টি কেনার জন্য় আলাদা করে রাখতেন অলিভিয়া। সেইসময় পাড়ার অনুষ্ঠানে অর্কেস্ট্রার সঙ্গে নাচারও একটা চল ছিল। তাই বন্ধুদের সঙ্গে নিয়ে জোরকদমে চলত পারফর্মেন্সের প্রস্তুতি। আর পাড়ায় যদি হিমেশ রেশমিয়ার গান চলে,তাহলে তো আর কথাই নেই। সোনায় সোহাগা যাকে বলে।
এখানেই শেষ নয়, অভিনেত্রী জানালেন, তার পছন্দ করা গানের ওপর বন্ধুদের অগাধ বিশ্বাস ছিল। পছন্দসই গানের একটা তালিকা বানিয়ে ক্য়াসেট রের্কড করা হত। সেকারণে বাবার থেকে ১০০ টাকা করে প্রতি বছর আদায় করে নিতেন এই টলি সুন্দরী। পাশাপাশি চলত পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে খিচুয়ে কালেক্ট করাও।
তবে পুজোয় কখনও প্রেম হয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে অলিভিয়া জানান, প্রেমের ক্ষেত্রে বন্ধুদের সাহায্য় করলেও নিজে কখনও প্রেমের ফাঁদে পা দেননি তিনি।
আরও পড়ুন...
পুজো স্পেশ্যাল গান ‘কলঙ্কভাগী’ নিয়ে হাজির হচ্ছেন তিমির বিশ্বাস
বদলে গেল সন্দীপ্তার চেনা রূপ, কী বার্তা নিয়ে এলেন অভিনেত্রী?
গোয়েন্দা ‘গোরা’র হাত ধরে ডিজিট্যাল প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর
প্রথমবার পর্দায় বাবা-ছেলের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও ঋদ্ধি সেন