Top Social Post: রাজ-শুভশ্রীর কন্যার নাম কী? লন্ডনে মেয়ের সঙ্গে বিরুষ্কার 'হলিডে', আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
দাদা হল ইউভান, মেয়ের কী নাম রাখলেন রাজ-শুভশ্রী?
৩০ নভেম্বর, লক্ষ্মীবার, কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। দ্বিতীয়বার বাবা হলেন রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর দেন রাজ (Raj Chakraborty)। সেই সঙ্গে জানালেন সদ্যোজাতের নামও। এদিন নিজের মেয়ের নাম সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন পরিচালক রাজ চক্রবর্তী। একটি মিষ্টি পোস্ট করে লেখেন, 'উই আর ব্লেসড উইথ এ বেবি গার্ল। আমাদের পৃথিবীতে স্বাগত ইয়ালিনী চক্রবর্তী (Yaalini Chakraborty)।' ইয়ালিনী নামের আক্ষরিক অর্থ 'সুরেলা'। অন্যদিকে দেবী সরস্বতীর অপর নাম ইয়ালিনী। এর আগে, দুপুরেই ট্যুইটারে পোস্ট করেন পরিচালক, খবর দেন পরিবারে 'রাজকন্যা' এসেছে। তাঁদের পোস্টে শুভেচ্ছার বন্যা। মৌনি রায়, রানা সরকার, মনামী ঘোষ, সায়নী গুপ্ত, পূজা বন্দ্যোপাধ্যায়, আকৃতি কক্কর, রুকমা রায়, সৌরভ দাস প্রমুখ তারকারা জানিয়েছেন শুভেচ্ছা।
View this post on Instagram
লন্ডনে মেয়ের সঙ্গে খোশমেজাজে ছুটি কাটাচ্ছেন 'বিরুষ্কা'
বিশ্বকাপ শেষ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়েও তিনি খেলবেন না। বিশ্বকাপের পর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত বিরাট কোহলি। লন্ডনে ক্যামেরাবন্দি হলেন বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিসিসিআইয়ের তরফে সদ্যই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। সীমিত ওভারের দুই সিরিজ়ের একটিতেও নেই বিরাট কোহলি। বিবৃতিতে জানানো হয়েছে বিরাট সাদা বলের সিরিজ় থেকে বিরাট বিশ্রাম চেয়েছেন এবং সেই কারণেই তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ়ে নেই। অনির্দিষ্টকালের জন্য সাদা বলের ক্রিকেট থেকে বিরাট সরে দাঁড়াতে আগ্রহী বলেও শোনা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ়। সেই দলে অবশ্য বিরাট রয়েছেন। তবে তার আগে এখনও হাতে অনেকটা সময় রয়েছে। সেই সুযোগেই সপরিবারে বিলেতে ছুটি কাটাতে রওনা দিয়েছেন বিরাট কোহলি। বিরুষ্কা এবং তাঁদের কণ্যা ভামিকাকে উইন্ডার ওয়ান্ডারল্যান্ডে দেখা গিয়েছে। এক ভিডিওতে বিরাটকে সেখানে উপস্থিত তাঁর অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। অনুষ্কা মত্ত ছিলেন মেয়ে ভামিকার সঙ্গে খুনসুটিতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়।
@imVkohli and @AnushkaSharma spotted in Winter wonderland, Hyde park, London. pic.twitter.com/AdoeWgZgyk
— Tujhme Rab Dikhta Hai, Yaara main kya karoon? (@Taanispov) November 30, 2023
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।