Tollywood in Yoga Day: কোয়েল, টোটা, মিমি.. যোগদিবসে ফিটনেসে তাক লাগাচ্ছেন টলিতারকারা
International Yoga Day: কেউ ঘরোয়াভাবে, কেউ বাড়ির ছাদে কেউ আবার জিমে গিয়ে রীতিমতো মজেছেন যোগভ্য়াসে। কে কতটা ফিট, হদিশ পাওয়া যাচ্ছে তারকাদের সামাজিক মাধ্যমের দেওয়াল থেকেই।
কলকাতা: আজ বিশ্ব যোগ দিবস (World Yoga Day)। বলিউড থেকে শুরু করে টলিউড.. সারা বছরই ফিটনেসকে কেটে নিয়ে চলেন যাঁরা, আজ তো তাঁদেরই দিন। সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেতা অভিনেত্রীই শেয়ার করে নিয়েছেন তাঁদের যোগভ্যাসের ভিডিও। কেউ ঘরোয়াভাবে, কেউ বাড়ির ছাদে কেউ আবার জিমে গিয়ে রীতিমতো মজেছেন যোগভ্য়াসে। কে কতটা ফিট, হদিশ পাওয়া যাচ্ছে তারকাদের সামাজিক মাধ্যমের দেওয়াল থেকেই।
কোয়েলের নজরকাড়া যোগভ্যাস
বয়স তাঁর চেহারায় ছাপ ফেলতে পারে না তো বটেই, বরং বছরের পর বছর পেরিয়ে গেলেও বিন্দুমাত্র বদল আসে না তাঁর সৌন্দর্য্যেও। তিনি কোয়েল মল্লিক (Koel Mallick)। টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। আর আজ সোশ্যাল মিডিয়ায় কোয়েল নিজের যোগভ্যাসের ভিডিও শেয়ার করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ' ফিট থাকুন, খুশি থাকুন'। একটি গোলাপি টপ ও কালো প্যান্ট পরেছিলেন কোয়েল। যোগের পোশাকেও সমান ঝলমলে তিনি। ক্যামেরার সামনে একের পর এক যোগভ্যাস করে তাক লাগিয়ে দিলেন অনুরাগীদের।
View this post on Instagram
টোটার যোগে পারদর্শীতা
তিনি টলিউডের ফিট নায়কদের মধ্যে অন্যতম। কেবল টলিউড কেন, এখন তিনি পা রেখেছেন বলিউডেও। অভিনয় করছেন আলিয়া ভট্ট, রণবীক কপূরের মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। তিনি টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। সোশ্যাল মিডিয়ায় আজ তিনি শেয়ার করে নিয়েছেন তাকলাগানো যোগাসনের ভিডিও। বাড়ির ছাদে কঠিন যোগভ্যাসের ঝলক শেয়ার করলেন টোটা।
View this post on Instagram
মিমির যোগভ্যাসের ঝলক
বাড়ির ব্যালকনিতে যোগভ্যাসে ব্যস্ত মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। হাজার কাজের মধ্যেই তিনি কখনও বাদ দেন না শরীরচর্চা। আর সেই ঝলকই আন্তর্জাতিক যোগ দিবসে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তিনি। শীর্ষাসন করে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন বটে, তবে মিমির ফিটনেস প্রশ্নাতিতই।
View this post on Instagram
আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি
আরও পড়ুন:Europe Tour : বিঠোভেনের শহর, রামধনু রং, ঘুমের ওপারে নতুন দেশ...