Top Entertainment News Today: সামান্য উন্নতি রাজু শ্রীবাস্তবের, মুক্তি পেল দেব-প্রসেনজিতের ছবির নতুন গান, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

কলকাতা: সামান্য শারীরিক অবস্থার উন্নতি কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের (Comedian Raju Srivastava)। আজ এএনআই সংবাদসংস্থা সূত্রে জানানো হয়েছে, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেতা । তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে । সামান্য শারীরিক অবস্থার উন্নতি কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের (Comedian Raju Srivastava)। আজ এএনআই সংবাদসংস্থা সূত্রে জানানো হয়েছে, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেতা । তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে । দিনভর বিনোদন জগতে নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন।
এখনও ভেন্টিলেশনেই রাজু শ্রীবাস্তব
সামান্য শারীরিক অবস্থার উন্নতি কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের (Comedian Raju Srivastava)। আজ এএনআই সংবাদসংস্থা সূত্রে জানানো হয়েছে, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেতা । তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে । গত ১০ অগাস্ট থেকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব । গত ২৫ অগাস্ট জ্ঞান ফিরেছিল তাঁর । রাজুর শারীরিক অবস্থার এই উন্নতির খবর আশার সঞ্চার করেছিল অনুরাগীদের মনে । তবে অত্যন্ত ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর । এখনও ভেন্টিনেশন থেকে বের করা যায়নি রাজুকে ।
সিদ্ধার্থ শুক্লর প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন পরিবারের
গত বছর সেপ্টেম্বরে প্রয়াত হন বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla)। তাঁর এই অকাল প্রয়াণে মারাত্মকভাবে ভেঙে পড়েন তাঁর অনুরাগীরা। সিদ্ধার্থ শুক্ল মারা গিয়েছেন, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন করলেন তাঁর পরিবারের সদস্যরা। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্ল গল বছর সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর্যন্ত সময় দেননি তিনি। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা ব্রহ্ম কুমারিতে গিয়ে কিছুক্ষণ কাটিয়ে এলেন।
পুজোর আগে শহর ছেড়ে সমুদ্রতীরে যশ-নুসরত
গোটা শহর যখন ধীরে ধীরে সেজে উঠছে দুর্গাপুজোর জন্য, তখন শহর থেকে অনেক দূরে সমুদ্রতীরে নিভৃতে সময় কাটাচ্ছেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। সোশ্যাল মিডিয়ায় ছুটিযাপনের ছবি শেয়ার করে নিয়েছেন দুই তারকাই। সোশ্যাল মিডিয়ায় আজ নীল-গোলাপি ব্রালেট আর ফিনফিনে কাপড় কোমরে জড়িয়ে ছবি শেয়ার করেছেন নুসরত। সমুদ্রতীরে নুসরতের সেই উষ্ণতা ছড়ানো ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া। নজর কাড়ছে নুসরতের চাবুক ফিগার। মা হওয়ার পরেও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি নুসরতের। নিয়মিত শরীরচর্চা আর ডায়েটেই নুসরত আগের মতোই নজরকাড়া, লাস্যময়ী।
আরও পড়ুন: Shilpa Shetty: বোন শমিতার সঙ্গে বিসর্জনে নাচ, প্রসাদ বিতরণ, উৎসবে আমেজে উচ্ছ্বল শিল্পা শেট্টি
দেবের সঙ্গে নাচের তালে পা মেলালেন উষা উত্থুপ
গানের তালে পা মেলাচ্ছেন উষা উত্থুপ (Usha Uttup) আর দেব (Dev), সঙ্গী হলেন ইশা সাহা (Ishaa Saha)। কাছের মানুষ (Kacher Manush)-এর প্রথম গান মুক্তির দিনে এমনই দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। সোশ্যাল মিডিয়ায় সেই মজার ভিডিও শেয়ার করে নিলেন দেব স্বয়ং। আজ মুক্তি পেয়েছে 'কাছের মানুষ'-এর প্রথম গান 'চুম্বক মন'। সেই গানে শোনা গিয়েছে উষা উত্থুপের গলা। আর শহরের একটি নামজাদা পানশালায় বসেছিল 'চুম্বক মন'-এর আসর। আর সেই আসরেই নিজের গাওয়া গান ঠোঁটে নিয়ে দেবের সঙ্গে পা মিলিয়ে মঞ্চে উঠে পড়লেন উষা উত্থুপ। দেবের হাত ধরেই পা মেলালেন নাচের ছন্দে। তারপরেই সাদা পোশাকে সামিল হলেন ইশাও। বল ডান্সের স্টেপে আসর জমিয়ে দিলেন তারকারা।
প্রথমবার মহালয়ায় মহিষাসুরমর্দিনী সোনামণি
এবার দূর্গার বেশে সোনামণি সাহা (Sonamoni Saha) । আপাতত 'এক্কা দোক্কা' (Ekka Dokka) ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন সোনামণি । আর এবার, একটি প্রথম সারির চ্যানেলের মহালয়ায় মহিষাসুরমর্দিনীর রূপে দেখা যাবে তাঁকে । দীর্ঘদিন ধরে ধীরে ধীরে ছোটপর্দায় নিজের পরিচিতি তৈরি করেছেন সোনামণি । ধারাবাহিক 'দেবী চৌধুরাণী' থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে । সদ্য ছোটপর্দা ছাড়িয়ে সোনামণি পা রেখেছেন বড়পর্দাতেও । 'বেহায়া' ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন সোনামণি । মৈনাক ভৌমিক (Mainak Bhowmick) এই ছবির পরিচালনা করছেন । ছবির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar )। কিন্তু সাময়িক কিছু সমস্যার কারণে আপাতত বন্ধ রয়েছে 'বেহায়া'-র শ্যুটিং। সেই সমস্যা মিটলেই ফের শ্যুটিং শুরু হবে এই ছবির ।
দীপিকা, রশ্মিকা, রোহিতদের 'মেগা ব্লকবাস্টার'-এর রহস্য ফাঁস করে ফেললেন সৌরভ!
সোশ্যাল মিডিয়ায় শোরগোল। কি এই মেগা ব্লকবাস্টার? দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) থেকে শুরু করে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana), কপিল শর্মা (Kapil Sharma) এমনকি রোহিত শর্মা (Rohit Sharma), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই শেয়ার করে নিয়েছেন মেগা ব্লকবাস্টার লেখার সঙ্গে নিজেদের ছবি। তবে কোথাও উল্লেখ নেই, এই প্রচার ঠিক কি বিষয়ের। তবে সৌশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পোস্ট কি জল ঢালল সেই চমকে? তবে সোশ্যাল মিডিয়ায় সৌরভের পোস্টের শেষ লাইনে কি ফাঁস হয়ে গেল এই বিজ্ঞাপন কিসের? আর তাই কি সোশ্যাল মিডিয়া থেকে তড়িঘড়ি সেই পোস্ট মুছলেন সৌরভ? 'মহারাজ' সেই পোস্টে উল্লেখ করেছিলেন 'মিসো' (Messho) সংস্থার। সম্ভবত কোনও কপি সোশ্যাল মিডিয়ায় পেস্ট করতে গিয়ে সৌরভ নির্দেশিকার একটি অংশও পেস্ট করে ফেলেন। সেখানে উল্লেখ ছিল 'মিসো' বিপণী সংস্থার। পরে অবশ্য ভুল বুঝে সেই পোস্ট ডিলিট করে দেন সৌরভ






















