Chandrayaan 3 Launch LIVE: উড়ান দিল চন্দ্রযান ৩
Chandrayaan 3 Launch Latest Updates: চতুর্থ দেশ হিসেবে আজ শুরু হচ্ছে ভারতের চন্দ্র অভিযান। শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-থ্রির উৎক্ষেপণ। আগের দিন তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা।

Background
চতুর্থ দেশ হিসেবে নতুন ইতিহাস গড়ার হাতছানি। আর কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই চাঁদের পথে পাড়ি দেবে ইসরোর চন্দ্রযান ৩ (Chandrayan 3)। ২৩ বা ২৪ অগাস্ট, চাঁদের মাটি ছোঁয়ার কথা ল্যান্ডারের। শুক্রবার, দুপুর ঠিক ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের (satish dhawan space centre) লঞ্চিং প্যাড থেকে উড়বে 'চন্দ্রযান ৩'
চার বছর আগে, অনেক আশা জাগিয়েও, শেষমেশ চাঁদে নামার কয়েক মুহূর্ত আগে চন্দ্রযান ২-এর ল্যান্ডার ‘বিক্রম’-এর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল ইসরোর (ISRO)। অতীত থেকে শিক্ষা নিয়ে, এবার চন্দ্রযান ৩ পাঠাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। LVM3 রকেটের সাহায্যে উড়বে চন্দ্রযান ৩। ২০১৯ সালে ল্যান্ডার 'বিক্রম'-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২ (Chandrayan 2)। সেই অভিযানে পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। তাই এ বারের অভিযানে ইসরো আর কোনও অরবিটার পাঠাবে না চাঁদের কক্ষপথে। চাঁদের মাটিতে নামতে কক্ষপথে থাকা চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নেবে, চন্দ্রযান-৩ এর সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভার।
চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম 'বিক্রম'এবং রোভারের নাম 'প্রজ্ঞান'। পৃথিবীর (Earth) কক্ষপথে ঘুরতে ঘুরতে, নিয়ম মতো চাঁদের কক্ষপথে পাঠানো হবে নতুন চন্দ্রযানকে। ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের প্রাক্তন অধিকর্তা তপন মিশ্র বলেন, 'আগের ২ বার থেকে শিক্ষা নিয়ে। প্রথমবার পাঠানো হয়েছিল, মূলত চাঁদের কক্ষপথে গিয়ে ঘুরবে, এরকম। দ্বিতীয়বার যে পাঠানো হয়েছিল, একটি বাহনে করে যেটা চন্দ্রপৃষ্টে (Moon) নামবে, নামার পর ওখানকার তথ্য পাঠাবে, তার নাম দেওয়া হয়েছিল রোভার। গতবার লঞ্চ থেকে সব সফল হয়েছিল, একদম শেষ ধাপ ঠিকঠাক হয়নি। অপতরণ করার মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিজ্ঞানীরা বুঝতে পারেননি আদৌ নেমেছে কি না। এবার ওই যতগুলি ভুল থেকে শিক্ষা নিয়ে, সেইভাবে পরিকল্পনা করা হয়েছে।'
এখনও পর্যন্ত আমেরিকা (USA), চিন (China) এবং রাশিয়ার (Russia) পাঠানো মহাকাশযান চাঁদে সফলভাবে নামতে পেরেছে। ভারত সফল হলে, চতুর্থ হবে। চন্দ্রযান ৩ অভিযানের জন্য প্রায় ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে। চন্দ্রযান-৩ অভিযান শুরুর আগে, বৃহস্পতিবার তিরুপতির মন্দিরে পুজো দেন, ইসরোর বিজ্ঞানীরা। সব ঠিকঠাক থাকলে, ২৩ অথবা ২৪ অগাস্ট, চন্দ্রপৃষ্ঠ ছোয়ার কথা চন্দ্রযান ৩-এর।
Chandrayaan 3 Live Update: বাধা পেরিয়ে লক্ষ্য়ের দিকে এগোচ্ছে চন্দ্রযান ৩
বাধা পেরিয়ে লক্ষ্য়ের দিকে এগোচ্ছে চন্দ্রযান ৩। একের পর একে ধাপ অতিক্রম।
Chandrayaan 3 Launch LIVE: পূর্ব নির্ধারিত সময়ে উৎক্ষেপণ, আপাতত ঠিক পথেই চন্দ্রযান ৩
পূর্ব নির্ধারিত সময়ে উৎক্ষেপণ, আপাতত ঠিক পথেই চন্দ্রযান ৩






















