Chandrayaan 3 Launch LIVE: উড়ান দিল চন্দ্রযান ৩
Chandrayaan 3 Launch Latest Updates: চতুর্থ দেশ হিসেবে আজ শুরু হচ্ছে ভারতের চন্দ্র অভিযান। শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-থ্রির উৎক্ষেপণ। আগের দিন তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা।
LIVE

Background
Chandrayaan 3 Live Update: বাধা পেরিয়ে লক্ষ্য়ের দিকে এগোচ্ছে চন্দ্রযান ৩
বাধা পেরিয়ে লক্ষ্য়ের দিকে এগোচ্ছে চন্দ্রযান ৩। একের পর একে ধাপ অতিক্রম।
Chandrayaan 3 Launch LIVE: পূর্ব নির্ধারিত সময়ে উৎক্ষেপণ, আপাতত ঠিক পথেই চন্দ্রযান ৩
পূর্ব নির্ধারিত সময়ে উৎক্ষেপণ, আপাতত ঠিক পথেই চন্দ্রযান ৩
Chandrayaan 3 Live Update: উড়ান দিল চন্দ্রযান ৩
উড়ান দিল চন্দ্রযান ৩। LMV3-রকেটের সাহায্যে উড়ল চন্দ্রযান।
Chandrayaan 3 Launch LIVE: আর মাত্র কয়েক মিনিট। কিছুক্ষণের মধ্যেই উড়ান দেবে চন্দ্রযান ৩
আর মাত্র কয়েক মিনিট। কিছুক্ষণের মধ্যেই উড়ান দেবে চন্দ্রযান ৩
Chandrayaan 3 Live Update: লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, আজ শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান তিনের উৎক্ষেপণ
লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, আজ শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান তিনের উৎক্ষেপণ অবতরণ করলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত। দুপুর ২.৩৫ নাগাদ উৎক্ষেপণ হওয়ার কথা চন্দ্রযান তিনের এর আগে চাঁদের মাটিতে নামতে গিয়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান দুই। গতবারের তুলনায় তিনভাগের একভাগ কম খরচে চাঁদে যাচ্ছে চন্দ্রযান তিন। চন্দ্রযান তিন নামবে চাঁদের দক্ষিণ মেরুতে। এই দক্ষিণ মেরুতেই প্রথমবার জলের খোঁজ পেয়েছিল ইসরোর পাঠানো চন্দ্রযান ১।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
