DNPA New Chairperson: DNPA-এর নতুন চেয়ারপার্সন পদে মারিয়ম মাম্মেন ম্যাথিউ
Mariam Mammen Mathew:এর আগে অমল উজালার এমডি তন্ময় মহেশ্বরী এই পদে ছিলেন। তাঁর জায়গায় এলেন মারিয়ম মাম্মেন ম্যাথিউ।
কলকাতা: ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (Digital News Publishers' Association)-এর নয়া চেয়ারপার্সন হলেন মারিয়ম মাম্মেন ম্যাথিউ। মনোরমা অনলাইনের সিইও পদে রয়েছেন তিনি। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে দুই বছরের জন্য DNPA-এর চেয়ারপার্সন পদে থাকবেন তিনি। এর আগে অমল উজালার এমডি তন্ময় মহেশ্বরী এই পদে ছিলেন। তাঁর জায়গায় এলেন মারিয়ম মাম্মেন ম্যাথিউ (Mariam Mammen Mathew)।
মালয়ালা মনোরমার ডিজিটাল আর্ম মনোরমা অনলাইন। মালয়ালা মনোরমা ভারতের অন্যতম প্রাচীন এবং বৃহৎ সংবাদ মাধ্যম। প্রিন্ট, টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশন করে। তন্ময় মহেশ্বরী যখন চেয়ারম্যান ছিলেন সেই বোর্ডে মারিয়ম ভাইস চেয়ারপার্সন ছিলেন। DNPA- সম্প্রতি হয়ে যাওয়া বার্ষিক মিটিংয়ে তাঁকে চেয়ারপার্সন পদে আনার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানিয়েছেন, 'আমি DNPA-এর চেয়ারপার্সন পদে বসতে পেরে সম্মানিত। দেশের ডিজিটাল মিডিয়া ক্ষেত্রে অবদান রাখতে পারব।' তিনি আরও বলেন, 'আমার মূল লক্ষ্য হবে ডিজিটাল সংবাদ পরিবেশন ক্ষেত্রের প্রভাব এবং আয়তন আরও বেশি করে তোলা।' এই কাজের জন্য় প্রয়োজনমতো AI-এর ব্যবহার করার কথাও বলেছেন তিনি। সংস্থার মধ্যে বৈচিত্র্য, সমতার পরিবেশ বজায় রাখার কথাও তিনি বলেছেন। যা মিডিয়া ল্যান্ডস্কেপ নতুন করে তৈরি করতে সাহায্য় করবে।
এখন DNPA-এর নতুন ভাইস চেয়ারম্যান হলেন টাইমস ইন্টারনেটের সিওও পুনীত গুপ্ত। এই সংস্থার কোষাধ্যক্ষ পদেই রয়ে গেলেন ডিজিটাল এইচটি মিডিয়ার সিইও পুনীত জৈন।
DNPA- সংগঠনে রয়েছে ১৮টি সংবাদ মাধ্যম সংস্থা। সেগুলি কী কী?
দৈনিক জাগরণ
দৈনিক ভাস্কর
দি ইন্ডিয়ান এক্সপ্রেস
মালয়ালা মনোরমা
ইটিভি
ইন্ডিয়া টুডে গ্রুপ
টাইমস গ্রুপ
অমর উজালা
হিন্দুস্তান টাইমস
জি মিডিয়া
এবিপি নেটওয়ার্ক
লোকমত
এনডিটিভি
দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
মাত্রুভূমি
দি হিন্দু
নেটওয়ার্ক ১৮
ইন্ডিয়া টিভি
তন্ময় মহেশ্বরী জানিয়েছেন, ২ বছর এই পদে থেকে ভারতের ডিজিটাল সংবাদ (Digital news) পরিবেশনের জগত নিয়ে কাজ করে তিনি খুশি। মারিয়ম ম্যাথিউ এই পদে আরও ভাল কাজ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
তাঁর চেয়ারম্যান থাকাকালীন ভারতের ডিজিটাল সংবাদ পরিবেশন জগতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে DNPA
সংবাদ সংক্রান্ত ব্যবসায়ী সংস্থাগুলির ডিজিটাল উইংগুলোর একটি সংগঠন হিসেবে কাজ করে DNPA.
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?