এক্সপ্লোর

Ghatal : আজও বর্ষা এলেই ওঠে এই প্রসঙ্গ, আসলে কী ঘাটাল মাস্টার প্ল্যান ?

বর্ষায় বৃষ্টির সাথে সাথে জলবন্দি হয়ে পড়ে ঘাটাল। ফি বছর এই ঘটনা ঘটে। প্রতিবারই ওঠে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। কী এই প্ল্যান, কী এর ইতিহাস যা নিয়ে আজও রাজনৈতিক তরজা অব্যাহত ?

ঘাটাল : ঘাটাল। বর্ষার সময় দেখলে মনে হবে, এ যেন ভেনিস ! সে-তো উত্তর-পূর্ব ইতালির ভাসমান একটি শহর। যার দু'দিকে বাড়ি আর মাঝখান দিয়ে চলে গেছে জলপথ। সে পথে চলে আধুনিকমানের জলযান। ইতিহাস বলে, জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে ভাসমান এই শহরটি গড়ে উঠেছিল। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে অবশ্য এরকম কোনও ব্যাপার নেই। অথচ ফি বছর একইভাবে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এই এলাকা। যাতায়াতের জন্য তখন মানুষের সম্বল হয়ে ওঠে ছোট ছোট নৌকা(যাকে পানসিও বলা যায়) বা কলার ভেলা। তা সে মুমূর্ষ রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হোক বা বাজার-হাট করা। 

ফি বছর শিলাবতী, ঝুমি ও কংসাবতী নদীর জল বাড়লে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রূপনারায়ণ দিয়ে সেই জল বেরিয়ে গেলে সমস্যা কাটে। কিন্তু, তা না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের অন্ত থাকে না। জলের তলায় চলে যায় রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ত্রাণ শিবির, বাড়ির ছাদে আশ্রয় নেয় মানুষ। নৌকায় করে চলে যাতায়াত। কিন্তু, সবথেকে চিন্তার বিষয় হয়ে ওঠে, রাত-বিরেতে কেউ অসুস্থ হয়ে পড়লে বা গুরুত্বপূর্ণ কাজে অন্যত্র যাওয়ার প্রয়োজন পড়লে। সেইসময় কার্যত অসহায় হয়ে পড়ে এলাকাবাসী। শুধু কি তাই ! জল নামলেও পড়তে হয় আতঙ্কে। বিষধর সাপের আনাগোনা বাড়ে। এর পাশাপাশি এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দেয়।

দীর্ঘ এই জল-যন্ত্রণা থেকে ঘাটাল মহকুমাবাসীকে মুক্তি দিতেই একরাশ স্বপ্ন দেখিয়ে উঠেছিল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। ১৯৫০ সালে প্রথম বাম সাংসদ নীলকুঞ্জ বিহারী চৌধুরী সংসদে এই যন্ত্রণার কথা উত্থাপন করেছিলেন। তার ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয়েছিল। যারা ঘাটাল মাস্টার প্ল্যান প্রস্তাব দেয়।

ঘাটাল মাস্টার প্ল্যানের ইতিবৃত্ত

  • ১৯৫৯ সালে কেন্দ্রীয় সরকারের মানসিংহ কমিটি বন্য কবলিত এলাকা পরিদর্শন করে
  • এর পরে ওই বছরেই ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দেয় কেন্দ্র
  • ১৯৮২ সালের ১০ ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের শিলান্যাস করা হয় 
  • ২০০৯ সালে প্রকল্প পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় রাজ্য
  • ডিটেলস প্রোজেক্ট রিপোর্ট তৈরি শুরু হয়
  • ২০১০ সালে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনে প্রকল্পের ডিপিআর জমা পড়ে
  • ২০১১ সালে প্রকল্প সম্পর্কে আরও কিছু তথ্য চেয়ে ডিপিআর ফেরত পাঠায় কেন্দ্র
  • ২০১৫ সালে প্রকল্প রিপোর্টে সবুজ সংকেত দেয় কেন্দ্র
  • নতুন রিপোর্ট অনুযায়ী, ১৪৭ কিলোমিটার নদীবাঁধ সংস্কার, নারায়ণী ও কাঁকি খালে দুটি স্লুইস গেট ও পাম্প হাউস এবং ঘাটালে শীলাবতী নদীর ধারে গার্ডওয়াল বসানোর সিদ্ধান্ত হয় 
  • ঠিক হয় কেন্দ্র ও রাজ্য ৫০ শতাংশ করে টাকা দেবে । কিন্তু, কাজ এগোয়নি

প্রকল্পে নিয়মিত নদী সংস্কারের সংস্থানের কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে ২২০০ কোটি টাকার বাজেট পরিকল্পনা ছিল। কিন্তু, গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন এর অনুমোদন দেওয়ার পর তা নেমে আসে ১২৪০ কোটি টাকায়। সেই সময়ে ঠিক ছিল, কেন্দ্র এই প্রকল্পে ৭৫ শতাংশ টাকা দেবে। বাকি ২৫ শতাংশের জোগান দেবে রাজ্য। পরে তা কেন্দ্র ও রাজ্যের তরফে ৫০-৫০ শতাংশ হিসেবে নির্ধারিত হয়। কিন্তু অভিযোগ, এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেন্দ্র রাজ্যকে আর রাজ্য কেন্দ্রকে দোষারোপ করে চলেছে। 

এবারও জলমগ্ন ঘাটাল। অসহায় স্থানীয়রা। গতকালই হেলিকপ্টারে পরিদর্শনের পর হেঁটে ঘাটালের প্লাবিত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোবাইল ফোনে বন্যা পরিস্থিতি ক্যামেরাবন্দি করেন। ঘাটালে হাঁটু জলে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। দুর্গতদের ত্রাণ বিলিও করেন। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল সাংসদ দেব এবং বিধায়ক জুন মালিয়া। পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। ম্যানমেড বন্যার কথা বলেন। অভিযোগ করেন, 'দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টারপ্ল্যান অনুমোদন করছে না কেন্দ্র। সেচমন্ত্রীকে মাস্টারপ্ল্যান নিয়ে দিল্লি যেতে নির্দেশ দিয়েছি। পাশাপাশি তিনি এও বলেন, অবিলম্বে এই প্ল্যান বাস্তবায়িত না করলে ঘাটালকে বাঁচানো যাবে না।

পরে নিজের ফেসবুক পেজেও মমতা লেখেন, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঘাটাল মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন জরুরি। সংসদে বারবার সরব হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে কোনওরকম উদ্যোগ নেয়নি। 

পাল্টা খোঁচা এসেছে বিজেপির তরফেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে দাঁড়িয়ে আবার ম্যানমেড বন্যার কথা বলেছেন। আমরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করছি না। কারণ সত্যিই এই বন্যা ম্যানমেড। এই ম্যানমেড বন্যার জন্য দায়ী গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে শাসন করা তৃণমূ সরকার। চন্দ্রেশ্বর খালকে ৪ কিমি বাড়িয়ে শিলাবতী নদীতে যোগ করলে ঘাটাল শহর ও আশপাশের এলাকা এই বন্যা পরিস্থিতি থেকে মুক্তি পেত। সেই উদ্যোগ রাজ্য সরকার নেয়নি।’

এদিকে জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া বলেছেন, “আজ অবধি কেন্দ্রের সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একটা পয়সাও দেয়নি। কেন্দ্র তাদের ভাগের টাকা দিক, বাংলাও টাকা দিয়ে দেবে। কাজ শুরু হয়ে যাবে।“ সায়ন্তন বসু মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেছেন, অনেকবার তো দিল্লি গিয়েছেন, তখন কেন বলেননি ?

এককথায়, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। অব্যাহত ঘাটালবাসীর জল-যন্ত্রণাও। ৭৫ বছরের স্থানীয় এক বাসিন্দা বলেন, ঘাটালের এই অবস্থা ৬০ বছর ধরে দেখছি। আগে তাও একটু কম আসত। এখন বিরাট জল আসে। 

বিশেষজ্ঞরা বলছেন, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হলে- ঘাটাল, দাসপুর ১ ও ২, চন্দ্রকোণা ১ ও ২, কেশপুর, ডেবরা, খড়গপুর ১ ও ২, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, ময়না-মোট ১৩টি ব্লক জল-যন্ত্রণা থেকে মুক্তি পাবে। কিন্তু, এত গুরুত্বপূর্ণ প্রকল্পে কার্যকর করতে গড়িমসির অভিযোগ উঠছে। এক-আধবার নয়, বছরের পর বছর ধরে।

কবে এই দুর্ভোগ থেকে মিলবে মুক্তি, জানা নেই কারও ! তাই জলমগ্ন বাড়ির ছাদে উঠে ঠায় পরিবার নিয়ে জল নামার অপেক্ষা করা ছাড়া আর কি-ই বা করার আছে ঘাটালবাসীর ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Hotel Service Charge: হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
Bank Rules : ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
Best Stocks To Buy : আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
Gold Price Today : আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?
আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১.২৬) পর্ব ২: কনভয়ে হামলা,CBI চেয়ে হাইকোর্টে শুভেন্দু | 'তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ', নৌশাদকে নিশানা হুমায়ুনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১.২৬) পর্ব ১: SIR নিয়ে BJP ও কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর | এতদিন ছাপ্পা মেরেছেন, তাই এখন ভয় পাচ্ছেন: সুকান্ত
Gangasagar Mela 2026: মনোস্কামনা পূরণের আশায় আজ গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী
Blinkit Delivery: কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের হস্তক্ষেপের পরই বদলে গেল ব্লিঙ্কিট-এর স্লোগান
Humayun Kabir: রাজ্য সরকার ভয় পেয়েছে, তাই ভুলে ভরা ফর্ম আপলোড করেছেন কর্মীরা : হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hotel Service Charge: হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
Bank Rules : ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
Best Stocks To Buy : আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
Gold Price Today : আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?
আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?
Stock Market Crash : শেয়ার বাজরে বড় ধস, সেনসেক্স কমল ৪০০ পয়েন্ট, নিফটি ২৫,৬০০-এর নীচে
শেয়ার বাজরে বড় ধস, সেনসেক্স কমল ৪০০ পয়েন্ট, নিফটি ২৫,৬০০-এর নীচে
Bank Loan Tips :  ভালো আয়, ক্রেডিট স্কোর থাকা সত্ত্বেও আটকে যাচ্ছে ঋণ ? এই বিষয়গুলির দিকে নজর দেয় ব্যাঙ্ক 
 ভালো আয়, ক্রেডিট স্কোর থাকা সত্ত্বেও আটকে যাচ্ছে ঋণ ? এই বিষয়গুলির দিকে নজর দেয় ব্যাঙ্ক 
Stock Market Today : আজ এই ৮ স্টকে ভরসা রাখতে পারেন, বাজার বিশেষজ্ঞরা দিচ্ছেন এই পরামর্শ 
আজ এই ৮ স্টকে ভরসা রাখতে পারেন, বাজার বিশেষজ্ঞরা দিচ্ছেন এই পরামর্শ 
Driving Licence : গাড়ির মালিক, ড্রাইভিং লাইসেন্সহোল্ডারদের জন্য সরকারের জরুরি বার্তা, কথা না শুনলে সমস্যায় পড়বেন ?
গাড়ির মালিক, ড্রাইভিং লাইসেন্সহোল্ডারদের জন্য সরকারের জরুরি বার্তা, কথা না শুনলে সমস্যায় পড়বেন ?
Embed widget