এক্সপ্লোর
LIVE UPDATES: ২০২০-২১ অর্থবর্ষে বৃদ্ধির হার থাকবে ৬%-৬.৫%, লোকসভায় আর্থিক সমীক্ষা পেশ করে দাবি করলেন অর্থমন্ত্রী

Background
নয়াদিল্লি: এ বছর ১ এপ্রিল থেকে যে আর্থিক বছর শুরু হচ্ছে, তাতে আর্থিক বৃদ্ধির হার থাকবে ৬ থেকে ৬.৫ শতাংশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় যে ২০১৯-২০-র আর্থিক সমীক্ষা পেশ করেছেন তাতে এ কথা বলা হয়েছে। আগামীকাল বেলা ১১টা পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে লোকসভা।
14:50 PM (IST) • 31 Jan 2020
পাশাপাশি ব্যবসাবাণিজ্য সহজ করতে দেশের বন্দরগুলি থেকে লাল ফিতের ফাঁস আলগা করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে রফতানি বাড়বে, ব্যবসা শুরুও সহজতর হবে। সম্পত্তি সহজে রেজিস্ট্রি করা যাবে, কর দেওয়া, চুক্তি করা- সব সহজ হবে। সরকারি ব্যাঙ্কগুলির পরিচালন পদ্ধতি আরও কার্যকরী করার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, গ্রাহকদের বিশ্বাস জিততে আরও তথ্যের আদানপ্রদান হোক। ব্যাঙ্কিং শিল্পের আকৃতি ছোট হয়ে আসছে বলে জানানো হয়েছে।
14:46 PM (IST) • 31 Jan 2020
সমীক্ষা বলেছে, সম্পদ বণ্টন করতে গেলে প্রথমে তা তৈরি করতে হবে, যাঁরা সম্পদ তৈরি করেন, তাঁদের সম্মানের চোখে দেখতে হবে। পেঁয়াজের মত জিনিসের মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারি হস্তক্ষেপ কাজে লাগেনি বলে মনে করছে সমীক্ষা। বৃদ্ধিতে জোর দিতে পরিকাঠামো ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া চাওয়া হয়েছে, যেমন ‘ব্যবহার করুন বিশ্বে, অ্যাসেম্বল করুন ভারতে’, এর ফলে কর্মসংস্থান হবে বলে দাবি করা হয়েছে।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















