Parliament Monsoon Session: সর্বদলীয় বৈঠকে নেই প্রধানমন্ত্রী, তোপ ক্ষুব্ধ বিরোধীদের
All Party Meeting: কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল।
নয়াদিল্লি: আগামীকাল থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগে সংসদে হয়ে গেল সর্বদল বৈঠক। সেখানেও শুরু বিতর্ক। কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল। সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার প্রবল বিরোধিতা করেছেন বিরোধীরা।
কংগ্রেসের তোপ:
সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর না থাকা নিয়ে তোপ দেগেছেন কংগ্রেসের নেতারা। প্রধানমন্ত্রীর অনুপস্থিতি অসাংবিধানিক কিনা, তা নিয়ে টুইটে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি লেখেন, 'সংসদের আসন্ন অধিবেশন নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক সবে শুরু হয়েছে। কিন্তু, প্রধানমন্ত্রী যথারীতি অনুপস্থিত। এটা কি ‘অসংসদীয়’ নয়?'
All Party Meeting to discuss forthcoming session of Parliament has just begun and the Prime Minister as usual is absent. Isn’t this ‘unparliamentary’?
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 17, 2022
বৈঠকের মধ্যেও একই প্রশ্ন তোলে কংগ্রেস।সূত্রের খবর, সর্বদল বৈঠকে এই নিয়ে প্রতিবাদ করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। কেন আসেননি প্রধানমন্ত্রী? তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'মল্লিকার্জুন খাড়গে তীব্র ভাষায় জানালেন, তিনি প্রতিবাদ করছেন। তখন রাজনাথ জানালেন কোনও কাজে ভীষণ ব্যস্ত থাকায়, তিনি আসতে পারলেন না। কিন্তু আমার মনে হয়েছে, খাড়গের মতের সঙ্গে সব বিরোধী দল সহমত ছিল যে, প্রধানমন্ত্রীর আসা উচিত ছিল, তাহলে সব দলের নেতাদের বৈঠক আরও সফল ও সুন্দর হতে পারত।'
বারবার সংঘাত:
এর আগে একাধিক বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে প্রবল সংঘাত তৈরি হয়েছে বিরোধীদের। কৃষি আইন, জ্বালানির মূল্যবৃদ্ধি, জিএসটি, সাম্প্রতিক কালের অগ্নিবীর প্রকল্প। এরমধ্যেই শুরু হতে চলেছে বাদল অধিবেশন। তার আগে নিয়মমতো সর্বদল বৈঠক হল, কিন্তু সেখানেও ফের শাসক-বিরোধী তরজা শুরু।
আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে লড়াই! বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা