Viral News: সোনায় সোহাগা! স্ত্রীর জন্য গয়না কিনে খুলে গেল ভাগ্য, লটারিতে ৮.৪৫ কোটি জিতলেন ভারতীয়
Indian Origin Man Wins Lottery: বালাসুব্রহ্মণ্যম চিদম্বরম নামের এক ব্যক্তি সিঙ্গাপুরে স্ত্রীর জন্য সোনার চেন কেনেন।
নয়াদিল্লি: স্ত্রীর জন্য গয়না কিনে ভাগ্য খুলে ভারতীয় বংশোদ্ভূতের। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি। বিদেশের মাটিতে গয়না কেনার পর লটারিতে কয়েক কোটি টাকা জিতলেন তিনি। জীবনে এমনটা ঘটতে পারে বলে স্বপ্নেও কল্পনা করতে পারেননি, জানিয়েছেন ওই ব্যক্তি। (Viral News)
বালাসুব্রহ্মণ্যম চিদম্বরম নামের এক ব্যক্তি সিঙ্গাপুরে স্ত্রীর জন্য সোনার চেন কেনেন। তিন মাস আগে সিঙ্গাপুরের Mustafa Jewellery নামের একটি দোকান থেকে সোনার চেনটি কিনেছিলেন তিনি। সেই সময় সেখানে লাকি ড্র চলছিল, আগুপিছু কিছু না ভেবেই তাতে নাম লেখান চিদম্বরম। আর তাতেই ভাগ্য খুলে গেল তাঁর। (Indian Origin Man Wins Lottery)
তিন মাস আগে কেনা গয়না এবং ওই লাকি ড্রয়ের কথা ভুলতেই বসেছিলেন তিনি। কিন্তু গত রবিবার, ২৪ নভেম্বর হঠাৎ লাকি ড্রয়ে লটারি জিতে গিয়েছেন বলে খবর পান। ১ কোটি, ২ কোটি নয়, লাকি ড্রয়ে ৮.৪৫ কোটি টাকা জিতেছেন চিদম্বরম।
View this post on Instagram
যে Mustafa Jewellery থেকে স্ত্রীর জন্য গয়না কিনেছিলেন চিদম্বরম, তারাও সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে। লেখা হয়, 'মুস্তাফা জুয়েলারির জন্য আজকের দিনটি অবিস্মরণীয়, কোটি টাকার দিন। ২৪ নভেম্বর ইতিহাস রচনা হল আজ, কারণ এক ব্যক্তি ১ মিলিয়ন ডলার গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছেন'।
সোনার দোকান থেকে গয়না কেনার সময় লাকি ড্রয়ের অপশন এসেছিল। তবে ভারতীয় মুদ্রায় ১৫ হাজার ৭৮৬ টাকার গয়না কিনলে তবেই ওই লাকি ড্রয়ে নাম লেখানোর সুযোগ ছিল। চিদম্বরম সবমিলিয়ে ৮৩.৭ লক্ষ টাকার গয়না কেনেন সেখান থেকে। আর তাতেই কার্যত সোনায় সোহাগা হয়েছে।
Congratulations to Mr Balasubramanian for winning the US$ 1 million (8.5 crore rupees) lucky draw, shopping at the iconic Mustafa Center @mustafacentresg in Singapore. Crorepati dreams do come true in SG 🇸🇬. 🤩🤩 HC Wonghttps://t.co/JtgHWMZVMu
— Singapore in India (@SGinIndia) November 30, 2024
লটারি জেতার পর চিম্বরম বলেন, "আজ আমার বাবার চতুর্থতম মৃত্যুবার্ষিকী। ওঁরই আশীর্বাদ।" এত টাকা নিয়ে কী করবেন তিনি? জবাবে সকলকে চমকে দিয়েছেন চিদম্বরম। তিনি জানিয়েছেন, পুরস্কারের অঙ্কের কিছুটা তিনি দান করবেন সমাজসেবার কাজে। কৃতজ্ঞতাবোধ থেকেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন চিদম্বরম।
চিদম্বরমের লটারি জেতার খবর পৌঁছে গিয়েছে ভারতে সিঙ্গাপুর হাইকমিশনের কাছও। সেখান থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়। লেখা হয়, '১ মিলিয়ন ডলার জেতার জন্য বালাসুব্রহ্মণ্যমকে অভিনন্দন। ওঁর কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হল।'। এর আগে, গত সপ্তাহেই ব্রিটেনের এক ব্যক্তি লটারিতে জেতার অঙ্কে ইতিহাস রচনা করেন। লটারিতে ১৮০৪ কোটি টাকার বেশি জেতেন তিনি। রাতারাতি তাবড় ধনকুবেরকে ছাপিয়ে যান ওই ব্যক্তি।