By-Poll Update: বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন চার কেন্দ্রে উপনির্বাচনে জয়ী প্রার্থীরা
বিধানসভার অধ্যক্ষ তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর নতুন বিধায়কদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিরোধীরা।
কলকাতা: আজ বিধানসভার (West Bengal Legislative Assembly) অধিবেশনকক্ষে বিধায়ক (MLA) হিসেবে শপথ নিলেন উপনির্বাচনে (Bypoll Election) চার কেন্দ্রের জয়ী প্রার্থীরা। বিধানসভার অধ্যক্ষ তাঁদের শপথবাক্য পাঠ করান। উপনির্বাচনে খড়দা (Kharda), গোসাবা (Gosaba), দিনহাটা (Dinhata) ও শান্তিপুর (Santipur) কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের (TMC) চার প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee), সুব্রত মণ্ডল (Subrata Mondal), উদয়ন গুহ (Udayan Guha) ও ব্রজকিশোর গোস্বামী (Braja Kishor Goswami)। এ দিন বিধানসভায় একে একে শপথ নিলেন তাঁরা।
শপথ গ্রহণের পর নতুন বিধায়কদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিরোধীরা।
এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। কারও নাম না করেই মুখ্যমন্ত্রীর তোপ, ‘বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না, যখন ইচ্ছে হয় তাঁরা আসেন, না হলে আসেন না’। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁরা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন।
ফের ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, ‘রাজ্যের আট কোটি মানুষ এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছে। কিন্তু রাজ্যের প্রয়োজন ১৪ কোটি ভ্যাকসিন। ভ্যাকসিনের ডোজ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র যেভাবে পেয়েছে আমরা পাইনি। ' সেই সঙ্গে তাঁর দাবি ডেঙ্গির কেস এবার অনেকটাই কম। মুখ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গির পজিটিভিটি রেট এবার তুলনায় কম, ম্যালেরিয়ায় এবার এখনও পর্যন্ত দুজন রোগী মারা গেছেন’। তিনি আরও বলেন, সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ হবে না দেউচা-পাচামিতে। জমি দিলে উপযুক্ত ক্ষতিপূরণ, বাড়ি, একজনের কর্মসংস্থান। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী।
কী বললেন তিনি
- পুজোয় কোনও অশান্তির ঘটনা ঘটেনি’
- ‘আশা করি ছটপুজোয় নির্বিঘ্নে সম্পন্ন হবে’
- ‘আগামী ১৬ নভেম্বর থেকে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প’
- ‘পাড়ায় পাড়ায় গাড়িতে করে পৌঁছে যাবে রেশন’
- ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে’
- ‘এর ঋণের গ্যারেন্টার রাজ্য সরকার’
- ‘ইতিমধ্যেই বহু ছাত্র-ছাত্রী কার্ডের জন্য আবেদন করেছে’
- ‘রাজ্যের আট কোটি মানুষ এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছে’
- ‘রাজ্যের প্রয়োজন ১৪ কোটি ভ্যাকসিন’
- ‘ভ্যাকসিনের ডোজ উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র যেভাবে পেয়েছে আমরা পাইনি’
- ‘১৬ নভেম্বর থেকে পাড়ায় সমাধান প্রকল্পের কাজ শুরু হবে’