এক্সপ্লোর
Advertisement
করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ক্ষীণ ধূমপায়ীদের! দাবি সমীক্ষার রিপোর্টে
মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না তার সন্ধান করতে শুরু করে তারা। মোট ১০ হাজার ৪২৭ জনের লালা রসের নমুনা সংগ্রহ করে তারা। সিএসআইআর-এর ৪০টি ইনস্টিটিউটের ল্যাবে যারা কাজ করেন তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্য়দের নমুনা সংগ্রহ করা হয়।
নয়াদিল্লি: ধূমপায়ীদের এবং নিরামিষাশীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। সমীক্ষায় এমনটাই জানাল সিএসআইআর তথা কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইনডাস্ট্রিয়াল রিসার্চ। সারা ভারতে এই সমীক্ষা করে। তারা জানিয়েছে, 'O' ব্লাড গ্রুপের সংক্রমিত হওয়ার আশঙ্কা কম। সিএসআইআর-এর ৪০টি ইনস্টিটিউট এই সমীক্ষায় অংশ নেয়।
কীভাবে এই সমীক্ষা করে কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইনডাস্ট্রিয়াল রিসার্চ?
মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না তার সন্ধান করতে শুরু করে তারা। মোট ১০ হাজার ৪২৭ জনের লালা রসের নমুনা সংগ্রহ করে তারা। সিএসআইআর-এর ৪০টি ইনস্টিটিউটের ল্যাবে যারা কাজ করেন তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্য়দের নমুনা সংগ্রহ করা হয়। দিল্লির সিএসআইআর- ইনস্টিটিউট অব জেনোমিকস এন্ড ইন্টেগ্রেটিভ বায়োলজি জানিয়েছেন ১০ হাজার ৪২৭ জনের মধ্যে ১০৫৮ জনের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।
এদিকে গত বছর জুলাই মাসে স্বাস্থ্য মন্ত্রক জানায়, ধূমপায়ীদের ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। সংশ্লিষ্টদের থেকে করোনা সংক্রমণের আশঙ্কাও বেশি। কারণ ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম মাধ্যম হাত, মুখ। এই প্রেক্ষাপটে ধূমপায়ীদের সতর্ক হতে বলে স্বাস্থ্য মন্ত্রক। ধূমপায়ীদের শ্বাসকষ্টের সম্ভাবনা আছে বলেও জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
কিন্তু সমীক্ষা শেষে ভিন্ন কথা বলছে কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইনডাস্ট্রিয়াল রিসার্চ। তারা জানাচ্ছে কোভিড ১৯ শ্বাসযন্ত্রের সমস্যা থাকলে ধূমপান তা রক্ষা করবে। সিএসআইআর জানিয়েছে, সমীক্ষায় দেখা গেছে যে, যারা গণপরিবহন ব্যবহার করছেন, যারা নিরাপত্তারক্ষী, গৃহকর্মী, ধূমপায়ী নন এবং আমিষ জাতীয় খাবার খান তাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। অন্যদিকে যারা নিজের গাড়ি ব্যবহার করছেন, ধূমপায়ীদের এবং নিরামিষাশী, ‘A’ বা ‘O’ ব্লাড গ্রুপের সংক্রমিত হওয়ার আশঙ্কা কম। অন্যদিকে 'B'এবং 'AB' ব্লাড গ্রুপের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement