Indus Water Treaty : এক ফোঁটা জল পাবে না পাকিস্তান, বড় রোডম্যাপ তৈরি ভারতের, কী রয়েছে প্ল্যানে ?
Kashmir Attack : আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা জল পাবে না পাকিস্তান।

Kashmir Attack : ভারতের জল যাবে না পাকিস্তানে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বিস্তারিত রোড ম্যাপ তৈরির পরই এই ঘোষণা করলেন জলশক্তি মন্ত্রী সিআর পাটিল (CR Patil)। পাশাপাশি তিনি জানান, আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা জল পাবে না পাকিস্তান।
কী বলেছেন জলশক্তি মন্ত্রী
এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সিআর পাটিল বলেন, এদিন হোম মিনিস্টারের সঙ্গে এই বিষয়ে একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে। যেখানে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান যাতে ভারতের থেকে এক ফোঁটা জল না পায়, সেই জন্য কম , মাঝারি ও দীর্ঘ সময়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই নদীর পলি তোলার কাজ শুরু করে গতিপথ পরিবর্তন করা হবে। পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এই নিয়ে কী বলেছেন জম্মু- কাশ্মীরের মুখ্যমন্ত্রী
এদিন সিন্ধু জল চুক্তির বিষয়ে মুখ খুলেছেন জম্মু- কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, ১৯৬০ সালের ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া এই চুক্তি কাশ্মীরের জন্য সবথেকে বৈষম্য়মূলক একটি নথি। অবশেষে ভারত সরকার পদক্ষেপ নিল। আমরা কখনোই এই চুক্তির সঙ্গে সহমত ছিলাম না।
বুধবার একসঙ্গে পাঁচ-পাঁচটি কঠোর পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। স্থগিত করা হয়েছে ১৯৬০-র সিন্ধু জল চুক্তি। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত। বাতিল করা হল পাকিস্তানের নাগরিকদের ভিসা। দুই দেশের হাই কমিশনের সদস্য সংখ্যা কমানোরও সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
এবার কোনও পাকিস্তানি নাগরিক আর ভারতে আসতে পারবেন না। পাকিস্তানি নাগরিকরা পাবেন না ভারতের ভিসা। SAARC ভিসা নিয়ে আর ভারতে আসা যাবে না। যে সমস্ত পাকিস্তানি নাগরিককে SPES ভিসা দিয়েছিল ভারত, তা বাতিল বলে গণ্য হবে। যাঁরা ওই ভিসা নিয়ে ভারতে রয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে বেরিয়ে যেতে হবে।
পাকিস্তানের যত কূটনীতিক ভারতে রয়েছেন, অবিলম্বে ভারত ছেড়ে চলে যেতে হবে তাঁদের। সকলকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে ভারত ছেড়ে চলে যেতে। দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনে প্রতিরক্ষা, সেনা, নৌবাহিনী, বায়ুসেনার উপদেষ্টা রয়েছেন যাঁরা, তাঁদের ভারত ছেড়ে চলে যেতে হবে। ওই সব পদ বাতিল বলে গণ্য হবে।
পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে ভারতের প্রতিরক্ষা, সেনা, নৌবাহিনী, বায়ুসেনার উপদেষ্টা রয়েছেন যাঁরা, তাঁদের ফিরিয়ে নেবে ভারত। ওই সব পদ বাতিল করা হল। পাঁচ সাপোর্ট স্টাফেদেরও ফিরিয়ে নিতে হবে দুই দেশের হাইকমিশন থেকেই।
আগেই কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 'সফল হবে না ওদের উদ্দেশ্য, দোষীদের কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লডাই আরও শক্তিশালী হবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এও লিখেছেন, 'এই জঘন্য কাণ্ডের পিছনে যারা রয়েছে, তাদের সবক শেখানো হবে। কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অনড়। এই লড়াই এবার আরও তীব্র হবে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
