এক্সপ্লোর
Cyclone Update: ১৫০ কিমি বেগে আছড়ে পড়ার আশঙ্কা ঘূর্ণিঝড় 'মোকা'-র, সতর্কতা জারি উপকূলবর্তী এলাকায়
Cyclone Mocha Update: কত কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মোকা' ? কোথায় ল্যান্ডফলের আশঙ্কা ? বিস্তারিত জানাল হাওয়া অফিস।

১৫০ কিমি বেগে আছড়ে পড়ার আশঙ্কা ঘূর্ণিঝড় 'মোকা'-র, সতর্কতা জারি উপকূলবর্তী এলাকায়
1/10

সুস্পষ্ট নিম্নচাপে পরিণত বঙ্গোপসাগরের নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪-১৫ মে-র মধ্যে ঘূর্ণিঝড় ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে পারে বাংলাদেশ-মায়ানমার উপকূলে।
2/10

এদিকে একদিকে যখন ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তখন অন্যদিকে আগামীকাল পূর্ব মেদিনীপুর ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
3/10

১২-১৩ মে উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে তিন দিন তাপপ্রবাহের সতর্কতা জারি। দার্জিলিং-জলপাইগুড়ি-কালিম্পঙে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4/10

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে নিম্নচাপ আজ সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই এলাকাতেই আরও শক্তিশালী হয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।
5/10

গভীর নিম্নচাপ ক্রমশ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আজ রাতের মধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই এলাকাতেই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বুধবার।
6/10

ঘূর্ণিঝড়ে পরিণত হবার সময় এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিমদিকে অগ্রসর হবে। কিছুটা তামিলনাডু উপকূলের দিকে এগিয়ে একটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।
7/10

বৃহস্পতিবার ১১ মে এটি আরও শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এটি আবার বাঁক নেবে। গতিপথ পরিবর্তন করে এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।
8/10

আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন যে, ১৪ মে সকাল থেকে ১৫ মে সকালের মধ্যে এটি বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ হতে পারে ১৫০ কিলোমিটার বা তারও বেশি।
9/10

আবহাওয়াবিদদের অনুমান সঠিক হলে, ঘূর্ণিঝড় মোকার উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই কম।
10/10

শেষপর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে এই সিস্টেম প্রবেশ না করলে পশ্চিমবঙ্গ উপকূলে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও সামান্য ঝোড়ো বাতাস ছাড়া আর কোনও প্রভাব সেভাবে পড়বে না বলেই অনুমান আবহাওয়াবিদদের।
Published at : 09 May 2023 09:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
