এক্সপ্লোর
Panchayat Election 2023: 'আগামী ৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি বাড়িতে রেশন দেবে', বলেন অভিষেক
Abhishek Attacks BJP: পঞ্চায়েত ভোটের আগে কালনার সভা থেকে এদিন গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ, দুয়ারে রেশন নিয়ে কী বার্তা অভিষেকের ?
'আগামী ৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি বাড়িতে রেশন দেবে', বলেন অভিষেক
1/11

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'তৃণমূল কথা দিয়ে কথা রাখে, বিজেপি প্রতিশ্রুতি পালন করে না।
2/11

মানুষের পাশে নেই বিজেপি, মানুষের পাশে থাকে তৃণমূল। তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে, দাবি জানান অভিষেক।
Published at : 05 Jul 2023 11:26 PM (IST)
আরও দেখুন






















