এক্সপ্লোর
Bengali Serial News: ত্রিকোণ প্রেমের গল্পে অরুণিমা-মৈনাক-অনিন্দ্য... আসছে 'কাজল নদীর জলে'
Bengali Serial Update: ধারাবাহিকে কঙ্কাবতীর চরিত্রে দেখা যাবে অরুণিমাকে, তাঁকে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে।

কাজল নদীর জলে
1/10

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'কাজল নদীর জলে'। ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অরুণিমা হালদার, মৈনাক বন্দ্যোপাধ্যায় আর অনিন্দ্য চট্টোপাধ্যায়।
2/10

ধারাবাহিকে কঙ্কাবতীর চরিত্রে দেখা যাবে অরুণিমাকে, তাঁকে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে।
3/10

অনিন্দ্যকে দেখা যাবে কঙ্কাবতীর স্বামীর চরিত্রে। এই গল্পে কিছুটা নেতিবাচক ভূমিকাতেই দেখা যাবে অনিন্দ্যকে।
4/10

অন্যদিকে মৈনাককে দেখা যাবে সমুজ্জ্বলের ভূমিকায়, কঙ্কাবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক তাঁর।
5/10

কলেজ জীবনে প্রেম সমুজ্জ্বল আর কঙ্কাবতীর। কঙ্কাবতী ভাল নাচ করে আর মৈনাক ভাল গান গায়। সেই থেকেই তাঁদের প্রেমের শুরু।
6/10

কিন্তু কলেজ জীবনের সেই প্রেম পরিণতি পায় না, বিয়ে হয়ে যায় কঙ্কাবতীর।
7/10

ধারাবাহিকে দেখানো হবে কঙ্কাবতীর সঙ্গে বিয়ে হয়ে যাবে অনিন্দ্যর চরিত্রের। আর এই অনিন্দ্যরই বন্ধু সমুজ্জ্বল।
8/10

দীপঙ্কর দের পরিচালনায় এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে ১২ অগাস্ট থেকে।
9/10

এই ধারাবাহিক জি বাংলায় সম্প্রচারিত হবে দুপুর বেলা। বেশ ছক ভেঙেই এই ধারাবাহিক সম্প্রচারিত হবে দুপুর ২টো থেকে।
10/10

অনেকদিন পরে ধারাবাহিকে ফিরছেন মৈনাক, প্রথমবার তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে অরুণিমার সঙ্গে। 'কাজল নদীর জলে' নিয়ে আশাবাদী নির্মাতারা
Published at : 12 Aug 2024 12:48 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
