সুলতান : ২০১৬ সালে ভারতে মুক্তি পায় ‘সুলতান’। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির বাজেট ছিল ১৪২ কোটি টাকা। সলমন খান, অনুষ্কা শর্মা অভিনীত এই ছবি ব্যবসা করে ৬৩২ কোটি টাকার।
2/5
পিকে : আমির খান, অনুষ্কা শর্মা অভিনীত এই ছবি মুক্তি পায় ২০১৪ সালের ডিসেম্বরে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি বক্স অফিসে ৮৫৪ কোটি টাকার ব্যবসা করে।
3/5
বজরঙ্গী ভাইজান : পরিচালক কবির খান পরিচালিত ‘বজরঙ্গী ভাইজান’ ছবির বাজেট ছিল মাত্র ৯০ কোটি টাকা। সলমন খান অভিনীত এই ছবি বক্স অফিসে ৯৬৯ কোটি টাকার ব্যবসা করে। এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।
4/5
বাহুবলী টু : বাজেট ছিল ২৫০ কোটি। ব্যবসা করল ১ হাজার ৮১০ কোটির। ভারতীয় সিনেমার সর্বকালীন সর্বোচ্চ রেকর্ড। এস এস রাজামৌলী, প্রভাস, অনুষ্কা শেট্টি ও রানা ডাগ্গুবাতিদের এই ছবি সিনেপ্রমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
5/5
বাহুবলী (দ্য বিগেনিং) : এস এস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী’ (দ্য বিগেনিং) ভারতীয় সিনেমার এক বিস্ময়। ১৮০ কোটি টাকার বাজেটের এই ছবি ৬৮৫ কোটি টাকার রেকর্ড ব্যবসা করে। প্রভাস, অনুষ্কা শেট্টির মতো তারকারা এই ছবিতে কাজ করেছেন।