এক্সপ্লোর
Graphology: সৎ না অসৎ, হাতের লেখা থেকে কীভাবে বুঝবেন কে কেমন?
Handwriting: হাতের লেখা থেকে চরিত্র বোঝার কৌশল
হাতের লেখা শুধু একজন মানুষের পরিচয়ই নয়, তার ব্যক্তিত্বের দর্পণও বটে
1/8

দুই ব্যক্তির আঙুলের ছাপ যেমন এক হতে পারে না, তেমনি দুই ব্যক্তির হাতের লেখাও এক হতে পারে না। হাতের লেখা শুধু একজন মানুষের পরিচয়ই নয়, তার ব্যক্তিত্বের দর্পণও বটে। প্রত্যেকের সইয়ে একটা স্বকীয়তা থাকে। গ্রাফোলজির মাধ্যমে যেকোনো ব্যক্তির চরিত্রকে বিশ্লেষণ করা অনেক ক্ষেত্রেই সম্ভব।
2/8

অনেক গবেষকই এই প্রক্রিয়াকে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দিতে চান না। তবে, গ্রাফোলজিস্টদের তরফেও যুক্তি যে কম আছে তা কিন্তু নয়। তারা নানা তথ্য প্রমাণ দিয়ে ব্যাখ্যা দিয়েছেন গ্রাফোলজির মাধ্যমে যেকোনো ব্যক্তির চরিত্রকে বিশ্লেষণ করা অনেক ক্ষেত্রেই সম্ভব।
Published at : 22 May 2023 03:16 PM (IST)
আরও দেখুন






















