আর চার দিন পরই ভ্যালেন্টাইনস ডে। তার আগে ১০ ফেব্রুয়ারি, আজ টেডি ডে। প্রিয় জনকে আদুরে উপহার দেওয়ার দিন। মিষ্টি খেলনা দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার দিন, সে আপনার কাছে কতটা প্রিয়।
2/6
টেডি বিয়ার আপনার প্রেমিকার পছন্দ মতো রঙের কিনুন। সেই সঙ্গে একটি কার্ডে লিখে ফেলুন, মন কাড়া কবিতা। নিজে লিখতে পারলে তো কথাই নেই। নইলে টেডি ডে-র জন্য ভাল কোটেশন ব্যবহার করতে পারেন।
3/6
লিখতে পারেন, Like teddy bears are mushy and adorable, my girlfriend is also loving and cute. Wish you a Happy Teddy Day my love!
4/6
বাংলায় প্রেমজ্ঞাপন করতে চাইলে আপনার প্রিয় কবির লেখা লাইনও ব্যবহার করতে পারেন। যদিও টেডি ডে -র সঙ্গে ইংরিজি বার্তাটাই বেশি মানায়। তবু বার্তা লেখার ক্ষেত্রে আপনার প্রেমিকার পছন্দই শেষ কথা।
5/6
১৯০২ সালের নভেম্বর মাসে মিসিসিপিতে শিকারে যান মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। তার সঙ্গেই জড়িয়ে টেডি-ডে র গল্প। ‘ড্রইং দ্য লাইন ইন মিসিসিপি’ কার্টুনে এই গল্প লিখেছিলেন ওয়াশিংটন স্টার কার্টুনিস্ট ক্লিফর্ড বেরিম্যান।
6/6
কিনতে ইচ্ছে না করলে নিজে হাতেও তৈরি করে দিতে পারেন টেডি। তবে Happy Teddy Day জানাতে ভুলবেন না কিন্তু।