এক্সপ্লোর
Health Tips: হাইসুগার দূরে রাখবেন? খাওয়ার পর এইভাবে হাঁটুন, বলছে গবেষণা
Blood Sugar: হাঁটলে লাগামে থাকবে সুগার। কিন্তু কখন হাঁটবেন? কী বলছেন গবেষকরা?
নিজস্ব চিত্র
1/10

হাঁটা যে কোনও সময়ের জন্যই ভাল। ওজন কমাতে, হৃৎযন্ত্র ভাল রাখতে সাহায্য করে হাঁটা। তবে এর আরও একটি গুণের কথা সদ্য প্রকাশিত হয়েছে।
2/10

একটি গবেষণা পত্রে বলা হয়েছে, খাওয়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যে হালকা হাঁটার অভ্যাস থাকলে, ব্লাড সুগার বা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই কম থাকে।
Published at : 08 Aug 2022 08:08 PM (IST)
আরও দেখুন






















