এক্সপ্লোর
National Daughter's Day:আজ 'জাতীয় কন্যাসন্তান দিবস'!
India News:বাড়িতে কোনও খুদে কন্যা সদস্য় রয়েছে? সন্তান তো বটেই, বাড়িতে কোনও শিশুকন্যা থাকলে আশপাশের পরিবেশটাই কেমন বদলে যায়, তাই না? আজ সেই কন্যাসন্তানদের দিন, আজ জাতীয় কন্যাসন্তান দিবস।
আজ 'জাতীয় কন্যাসন্তান দিবস'!
1/8

বাড়িতে কোনও খুদে কন্যা সদস্য় রয়েছে? সন্তান তো বটেই, বাড়িতে কোনও শিশুকন্যা থাকলে আশপাশের পরিবেশটাই কেমন বদলে যায়, তাই না? আজ সেই কন্যাসন্তানদের দিন, আজ জাতীয় কন্যাসন্তান দিবস।
2/8

ভারতে, প্রত্যেক বছর, সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার 'ন্যাশনাল ডটার্স ডে' হিসেবে উদযাপন করা হয়ে থাকে। এবছর, ২৪ সেপ্টেম্বর অর্থাৎ আজ সেই দিন উদযাপন করার কথা।
3/8

কন্যাসন্তান যে বড় হয়ে ঘরে-বাইরে সব দিকেই দায়িত্ব পালন করতে পারে, এটা এখন প্রতিষ্ঠিত। তা সত্ত্বেও এদেশে লিঙ্গসাম্যের ভাবনা কি প্রতিষ্ঠা পেয়েছে? তর্ক চলতে পারে। আর সেই কথা মাথায় রেখেই 'জাতীয় কন্যাসন্তান দিবস' উদযাপনের ভাবনা।
4/8

কন্যাসন্তানের সঙ্গে অনেকটা আনন্দ, ভালোবাসা জড়িয়ে থাকে, আপাত ভাবে সেটাই ছড়িয়ে দেওয়া এই দিন উদযাপনের মূল লক্ষ্য। পাশাপাশি গুরুতর কিছু সামাজিক সমস্যার কথাও মনে করানো হয় এই দিনে।
5/8

কন্যাভ্রূণ-হত্যা থেকে পণপ্রথা, বাল্যবিবাহ, নারীশিক্ষার এই সমস্ত বিষয় নিয়ে সচেতনতা ও নিরন্তর আলোচনা যে কতটা জরুরি, সে কথাও মনে করানোর দিন এটি।
6/8

বিশ্বের বহু দেশ ১ অক্টোবর 'জাতীয় কন্যাসন্তান দিবস' উদযাপন করে থাকে। 'ওয়ার্ল্ড ডটার্স ডে' আবার উদযাপন করা হয় ২৮ সেপ্টেম্বর।
7/8

শুধু শৈশব নয়, কন্যাসন্তান যে পরম আদরের সে কথা জীবনের প্রতিটি পর্যায়ে তাকে বোঝানো দরকার। শুরু করার জন্য আজকের দিনটিকেও বেছে নিতে পারেন।
8/8

আপনারই 'আত্মজা' সে। তার জন্য কোনও স্পেশ্যাল মেসেজ, তার পছন্দের খেলার জিনিস বা বয়সোপযোগী উপহার দিতে পারেন। তার সঙ্গে গল্প করে জীবনের ওঠাপড়ার কষ্টটাও ভাগ করে নিতে পারেন। অল্প কথায়, সে যে আপনার কাছে ভীষণ প্রিয়, সেটা বোঝাতে কোনও রকম কুণ্ঠা রাখবেন না।
Published at : 24 Sep 2023 02:10 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















