এক্সপ্লোর
Curd Benefits: গরমে পেটের সমস্যা ? দইয়ের সঙ্গে এই জিনিস মিশিয়ে খেলেই নিমেষে রেহাই
Curd Usage in Summer: গরমের দিনে গ্যাস, অম্বল, বদহজম, ডায়ারিয়ার মত পেটের সমস্যা দেখা যায় অনেকের। আর এই সমস্যা থেকে নিমেষে রেহাই দিতে পারে দই।
দইয়ের সঙ্গে এগুলি মিশিয়ে খেলে দূর হবে পেটের সমস্যা
1/10

গরমকালে আমাদের অনেকেরই পেটের সমস্যা দেখা যায়। ঋতুবদলে পাচনতন্ত্রের উপরেও প্রভাব পড়ে আমাদের।
2/10

এর ফলে গ্যাস, অম্বল, বদহজম, ডায়ারিয়ার মত পেটের সমস্যা দেখা যায় অনেকের। আর এই সমস্যা থেকে নিমেষে রেহাই দিতে পারে দই।
3/10

বাড়িতে ঘরোয়া উপায়েই দইয়ের মাধ্যমে পেটের যাবতীয় সমস্যার নিরাময় সম্ভব। কীভাবে জেনে নিন উপায়।
4/10

দই যে শুধু আমাদের শরীরকে ঠান্ডা করে তাই নয়, এতে রয়েছে ভরপুর প্রোবায়োটিক। তবে দইয়ের সঙ্গে ভাজা জিরে গুঁড়ো করে মিশিয়ে খেলে উপকার মিলবে।
5/10

দুপুরে খাবারের আগে বা পরে আপনি দইয়ের সঙ্গে এই ভাজা জিরে গুঁড়ো করে মিশিয়ে খেতে পারেন অনায়াসে।
6/10

তাছাড়া দইয়ের সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলেও অনেক উপকার পাওয়া যায়। শরীরের অত্যধিক তাপ কমাতে সাহায্য করে এটি।
7/10

আর রয়েছে পুদিনা পাতা। পেটের জ্বালা, বদহজম সূর করতে পুদিনা কাজে দেয়। ফলে এটি আপনি দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
8/10

হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে দইয়ের সঙ্গে কলা মেখে খেলে উপকার পাবেন। এটি শরীরে ইলেক্ট্রোলাইটের সমস্যাও দূর করে।
9/10

দই আর গুড় মিশিয়ে খেলে শরীরের টক্সিন দূর করে, দইয়ের সঙ্গে এক চামচ গুড় মিশিয়ে খাবারের পরে খেলে গ্যাস ও বদহজম থেকে মুক্তি পাওয়া যায়।
10/10

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 16 Apr 2025 02:42 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















