এক্সপ্লোর
Warren Hastings Love Story: প্রেমে পড়েছিলেন হেস্টিংস, আজও দিতে হচ্ছে মাশুল, যে কারণে পানাফুল ‘বাংলার ত্রাস’
Water Hyacinth: প্রথম দেখাতেই বিবাহিত মহিলার প্রতি প্রেম জাগে। কলকাতার সমাজে চর্চিত ছিল ইংরেজ সাহেবের সেই প্রেম কাহিনী। তার ফল মাশুল আজও গুনছেন বাংলার মানুষ।
ছবি: পিক্সাবে।
1/11

বাংলার মাটিতে ঔপনিবেশিক শাসনের প্রতিষ্ঠা তাঁর হাতেই। দেশের প্রথম গভর্নর জেনারেল হন তিনি। ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে দুর্নীতি এবং অপরাধের খতিয়ানও নেহাত কম ছিল না।
2/11

এর পাশাপাশি নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করতে গিয়ে বাংলার মস্ত বড় ক্ষতি করেছিলেন হেস্টিংস। এত বছর পরও তাঁর সেই কর্মের মাশুল দিয়ে চলেছে বাংলা।
Published at : 09 Oct 2023 08:00 AM (IST)
আরও দেখুন






















